December 11, 2023, 8:50 pm

সংবাদ শিরোনাম
বর্ণাঢ্য আয়োজনে সুনামগঞ্জে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন রংপুর সিটি করপোরেশন এলাকায় ১ লাখ ৩০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে রংপুরে দেউতী বাজারে ভোক্তা অধিকারের অভিজান ও জরিমানা কুটি মিয়ার মৃত্যু পরিকল্পিত হত্যাকান্ড, সংবাদ সম্মেলনে পরিবারের দাবি নেত্রকোণার ইদ্রিস আলী হত্যা মামলার অন্যতম প্রধান আসামী কালাম’কে গ্রেফতার করেছে র‍্যাব -১০ মোংলায় ১৪হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল নিহত পুলিশ সদস্যের পরিবারের হাতে পেনশন এর অর্থ তুলে দিলেন গাজীপুর জিএমপি কমিশনার মাহবুব আলম টিভি দেখা কেন্দ্র করে স্ত্রীকে হত্যা, স্বামী আটক কুড়িগ্রামে অভিনব কায়দায় ১০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার এক সারিয়াকান্দিতে অগ্নিদগ্ধ পরিবারের মাঝে চেক প্রদান করলেন-ইউএনও

নেপালে যাত্রীবাহী বাস নদীতে, নিহত ১৯

নেপালে যাত্রীবাহী বাস নদীতে, নিহত ১৯

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নেপালে একটি যাত্রীবাহী বাস ত্রিশুলি নদীতে পড়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত অবস্থায় ১৬ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। গতকাল শনিবার ভোরে রাজধানী কাঠমা-ু থেকে ৮০ কিলোমিটার দূরের ধাডিং জেলায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা ও প্রাণহানির খবর নিশ্চিত করেছে পুলিশ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম গালফ টাইমস। জেলা পুলিশ প্রধান ধ্রুব রাজ রাউত জানান, দুর্ঘটনাস্থল থেকে ১৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে বাসটিতে কত সংখ্যক যাত্রী ছিল তা জানা যায়নি। ফলে ঠিক কতজন যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন সেটা বলা যাচ্ছে না।

স্থানীয় টেলিভিশনের ফুটেজে দেখা যায়, পানির মধ্যে থেকে হতাহতদের উদ্ধার করছেন উদ্ধারকর্মীরা। এ ছাড়া নিখোঁজদের খোঁজে নৌকা নিয়ে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে সেনাসদস্যরা।

এখনও পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে যাত্রীদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বাসটির চালক হয়তো মদ্যপ ছিল।

পুলিশ পরিদর্শক বরুণ বাহাদুর সিং বলেন, ধারণা করা হচ্ছে বাসটির চালক আহত অবস্থায় পালিয়ে গেছে।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর