নারায়ণগঞ্জে তালাবন্ধ ঘর থেকে নানি-নাতির লাশ উদ্ধার
ডিটেকটিভ নিউজ ডেস্ক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তালাবন্ধ ঘর থেকে এক নারী ও তার নাতির লাশ উদ্ধার করা হয়েছে, যারা নিখোঁজ বলে দুদিন আগে থানায় জিডি করা হয়েছিল। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন জানান, সিদ্ধিরগঞ্জের পাইনাদি মধ্যপাড়ার ইতালি প্রবাসী তোফাজ্জল হোসেনের টিনশেড বাড়ি থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন – ওই বাড়ির কেয়ারটেকার নবী উন আউয়ালের নয় বছর বয়সী ছেলে মেহেদী হাসান ও শাশুড়ি পারভীন আক্তার। দুই দিন আগে আউয়াল তার ছেলে ও শাশুড়ি নিখোঁজ দাবি করে থানায় জিডি করেছিলেন জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, তারা আউয়ালকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন। শরফুদ্দিন বলেন, আউয়াল তার পরিবার নিয়ে ওই বাড়ির একটি ঘরে থাকেন। বাড়ির আরেকটি ঘর আগে ভাড়া দেওয়া হত। মাস ছয়েক ধরে ভাড়াটিয়া না থাকায় সেটি তালাবন্ধ ছিল। গতকাল বৃহস্পতিবার সেই ঘর থেকে গন্ধ পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। প্রাথমিকভাবে মনে হয়েছে, তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। অউয়ালকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।