December 11, 2023, 10:30 pm

সংবাদ শিরোনাম
ইসলামপুরে ভারসাম্যহীন যুবকের দায়ের কোপে আরেক ভারসাম্যহীনের মৃত্যু শেরপুরে সাংবাদিকদের সাথে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় জৈন্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর (এলডিডিপি) প্রকল্পের ছাগল উৎপাদন সমিতির নারীদের মধ্যে গৃহ:নিমার্ণ’র চেক হস্থান্তর করা হয়েছে মাদক সম্রাজ্ঞী কারিমা, সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে শান্তিগঞ্জে ব্র্যাক শিক্ষা কর্মসূচি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পটুয়াখালীতে মাছ ধরার ট্রলার বিস্ফোরণে দুই জেলে দগ্ধ, ট্রলার বিধ্বস্ত। জৈন্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর (এলডিডিপি) প্রকল্পের ছাগল উৎপাদন সমিতির নারীদের মধ্যে গৃহ:নিমার্ণ’র চেক হস্থান্তর করা হয়েছে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ৮৯৫ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০ বর্ণাঢ্য আয়োজনে সুনামগঞ্জে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন রংপুর সিটি করপোরেশন এলাকায় ১ লাখ ৩০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

নাটোর পৌরসভার মেয়রের বিরুদ্ধে মামলা দায়ের

নাটোর পৌরসভার মেয়রের বিরুদ্ধে মামলা দায়ের

মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতা

নাটোর শহরের ঐতিহ্যবাহী বাহাদুর শাহ পার্কে মার্কেট নির্মাণের উদ্যোগ গ্রহণ করায় নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি ও নাটোর পৌরসভার নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে।
মামলার বাদীরা হলেন-নাটোর প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও নজরুল মঞ্চের সভাপতি গোলাম কামরান, এ্যাডঃ আজিজার রহমান আমেল চৌধুরী ও এ্যাড সিরাজুল ইসলাম।
সোমবার (২০শে নভেম্বর) দুপরে নাটোরের সিনিয়র সহকারী জজ- সদরের বিচারক মোহাঃ আসাফ উদ দৌলার আদালতে বাদীরা এই মামলা করেন।
সোমবার দুপরে দায়েরকৃত মামলায় বলা হয়, ১৯৫৭ সালে বাংলার শেষ নবাব বাহাদুর শাহ জাফরের নামে নাটোরের লালদিঘির পশ্চিম পার্শে পার্ক নির্মাণ করা হয়। বর্তমানে পার্কটিতে মার্কেট নির্মাণের জন্য নাটোর পৌরসভা টেন্ডার আহবান করে। পার্কটিতে টেন্ডার নির্মাণ না করার জন্য নাটোরের বিভিন্ন মহল থেকে পার্কটি নষ্ট না করে মার্কেট নির্মাণ না করার মেয়রকে অনুরোধ করা হলেও তিনি তা গ্রহণ করেননি। পার্কটিতে ২০১৮ সালের জানুয়ারী মাসে মার্কেট নির্মাণ কাজ শুরু হবে। বাদীরা পার্কের কোন প্রকার মার্কেট নির্মাণ করতে না পারে এবং পার্কের কোন পরিবর্তন না করার জন্য আদালতের কাছে আর্জি করেন।
আদালত মামলাটি গ্রহণ করে বাদি পক্ষের যুক্তি শুনলেও বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কোন আদেশ দেননি।
এ ব্যাপারে নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি জানান, এই বিষয়ে আগামীকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করা হবে। সে সময় বিস্তারিত জানানো হবে বলে ‌জানান।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর