September 28, 2023, 12:43 pm

সংবাদ শিরোনাম
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আজ রংপুর মিঠাপুকুরে ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে মালিক ও শ্রমিকদের একাধিক সংগঠনের সকল কর্মসূচি স্থগিত দাফনের দুদিন পর বাবা ও মাকে ফোন করে হাসি বললেন বেঁচে আছি রংপুর বাসি সহ সবার কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক মাটি মামুন রংপুরের কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে মহসিন আলী (৭৩) নামের এক বৃদ্ধের মৃত্যু আষাড় মাসের বৃষ্টি আশ্বিন মাসে অসময়ে বর্ষণে তলিয়ে গেছে রংপুরের নিম্ন অঞ্চল রংপুরে অনুষ্ঠিত হলো ‘বাসায় তৈরি খাদ্য সামগ্রী ও দেশী পণ্য প্রদর্শনী মেলা’ যাত্রীবাহী বাস তল্লাসি করে  বিদেশি মদ উদ্ধার, আটক ১ জন মৌলভীবাজারে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ২

নাটোরে রেলের স্টাফ কোয়ার্টার যখন মাদকসেবীদের দখলে

নাটোরে রেলের স্টাফ কোয়ার্টার যখন মাদকসেবীদের দখলে

নাটোর প্রতিনিধি

নাটোর রেল-স্টেশনের জমির অবৈধ দখল নতুন কিছু নয়। প্রভাবশালীদের দখলে কখনও বাজার, কখনও অটোস্ট্যান্ড হিসেবে রেলের জায়গা দখল হতে দেখলেও কর্তৃপক্ষের নীরব দর্শকের ভূমিকা ছাড়া অন্য কিছু করতে দেখা যায়নি। দখলের এই ধারাবাহিকতায় বাদ পরেনি নাটোর রেল-স্টেশনের স্টাফদের কোয়ার্টারও। দখল হয়ে যাওয়া নাটোর রেলের স্টাফ কোয়ার্টার এখন মাদক সেবীদের অভয়াশ্রম।
দীর্ঘদিন পর নাটোর রেলওয়ে স্টেশনের আধুনিকায়ন কাজ চললেও দখল হয়ে যাওয়া রেলের কর্মকর্তা-কর্মচারীদের স্টাফ কোয়াটার উদ্ধারে কোন পদক্ষেপ নেই। অবৈধভাবে দখল হওয়া ওই সব স্টাফ কোয়াটারে এখন চলে রমরমা মাদক সেবন।
রেলওয়ে সূত্রে জানা যায়, নাটোর রেল স্টেশন প্লাট ফর্মের দক্ষিন-পূর্ব কোনে রেলের স্টেশন মাস্টার সহ কর্মকতাদের জন্য রেলের বাসভবন( কোয়াটার) ছিল। মোট ৬টি ইউনিটের ওই কোয়াটারে স্টেশন মাষ্টার ২জন, টিসি (টিকেট কালেক্টর) ২ জন, বুকিং ক্লার্ক ১জন ও একজন পোর্টার পরিবার পরিজন নিয়ে থাকতেন। একতলা বিশিষ্ট রেলওয়ের কোয়াটারে ৮০ এর দশক পর্যন্ত রেলের ওই নাটোর স্টেশনে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা বাস করতেন। ৯০ দশকের দিকে কর্মকর্তা-কর্মচারীদের অনেকে অবসরে যাওয়ার কারণে তারা ভবন ছেড়ে চলে যান। কেউ কেউ অন্য স্টেশনে বদলি হয়ে যাওয়াই তারাও কোয়ার্টার খালি করে পরিবার নিয়ে কর্মস্থলে যান। পরর্বতীতেই মাদকসেবীরা জায়গাটা খালি পেয়ে নেসার জন্য ব্যাবহার করে থাকতে পারে বলে জানা যায়।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর