September 28, 2023, 1:57 pm

সংবাদ শিরোনাম
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আজ রংপুর মিঠাপুকুরে ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে মালিক ও শ্রমিকদের একাধিক সংগঠনের সকল কর্মসূচি স্থগিত দাফনের দুদিন পর বাবা ও মাকে ফোন করে হাসি বললেন বেঁচে আছি রংপুর বাসি সহ সবার কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক মাটি মামুন রংপুরের কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে মহসিন আলী (৭৩) নামের এক বৃদ্ধের মৃত্যু আষাড় মাসের বৃষ্টি আশ্বিন মাসে অসময়ে বর্ষণে তলিয়ে গেছে রংপুরের নিম্ন অঞ্চল রংপুরে অনুষ্ঠিত হলো ‘বাসায় তৈরি খাদ্য সামগ্রী ও দেশী পণ্য প্রদর্শনী মেলা’ যাত্রীবাহী বাস তল্লাসি করে  বিদেশি মদ উদ্ধার, আটক ১ জন মৌলভীবাজারে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ২

নতুন সিদ্ধান্তে সালমা

নতুন সিদ্ধান্তে সালমা

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

বর্তমানে নতুন গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন চলতি প্রজন্মের জনপ্রিয় ফোক সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। এরইমধ্যে নতুন কিছু গানে কণ্ঠ দিয়েছেন তিনি। পাশাপাশি একটি সিনেমাতেও প্লেব্যাক করেছেন। ক্লোজআপ তারকা মুহিনের সুরে সম্প্রতি একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটি আসছে সপ্তাহে ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশ হবে। এছাড়াও ‘আওলা প্রেম’ শিরোনামে তার একটি মিউজিক ভিডিও প্রকাশ হবে শিগগিরই।

এর বাইরে ‘দাগা’ এবং ‘বন্ধু বিহনে’ শিরোনামের দুটি গানের ভিডিও প্রকাশ হবে নির্দিষ্ট সময় পর পর। এদিকে সালমা সম্প্রতি একটি সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন। ছবির নাম ‘ঠোকর’। ছবিটি পরিচালনা করছেন মাজহার বাবু। লিমন আহমেদের কথায় গানটির সুর করেছেন জিয়াউদ্দিন আলম। সব মিলিয়ে নতুন গান নিয়ে বেশ ব্যস্ত সালমা। পাশাপাশি শো নিয়েও ব্যস্ত এ শিল্পী। এর বাইরে আসছে জানুয়ারিতে সালমা যাবেন লন্ডন সফরে। সেখানে প্রবাসীদের আমন্ত্রণে শোতে অংশ নেবেন তিনি। এ বিষয়ে সালমা বলেন, বর্তমানে বেশ কিছু অডিও এবং ভিডিও গান নিয়ে ব্যস্ত রয়েছি। এসবের মধ্যে ভিন্নধর্মী কিছু গান হয়েছে। আর প্রথমবার ‘ঠোকর’ ছবিতে আইটেম গান গাইলাম। আমার বিশ্বাস গানগুলো সবার ভালো লাগবে। নতুন বছরের জানুয়ারিতেই লন্ডন যাচ্ছি। সেখানে বেশ কয়েকটি শোতে পারফর্ম করবো। এদিকে সালমা সম্প্রতি একটি সিদ্ধান্ত নিয়েছেন। সেটি হচ্ছে একক অ্যালবাম আর করবেন না। এখন থেকে সিঙ্গেল গানই প্রকাশ করবেন ভিডিওসহ। এ বিষয়ে তিনি বলেন, আসলে একটি অ্যালবাম ১০টি গান দিয়ে করে লাভ হয় না। মানে সব গানের প্রচারণা করা যায় না। শ্রোতাদের পর্যন্ত পৌঁছেও না। তাই একটি করে গান প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে এভাবেই সব গান করবো।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর