December 2, 2023, 9:12 pm

সংবাদ শিরোনাম
রংপুরে চলন্ত বাসের ধাক্কায় নিহত ১, আহত ৫ রংপুর মেডিকেলে ভর্তি সুনামগঞ্জ ৫টি সংসদীয় আসনে আওয়ামীলীগ,জাতীয়পার্টি, স্বতন্ত্রসহ বিভিন্নদলের মোট ২১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল উখিয়ায় রোহিঙ্গা শিবিরে দূর্বৃত্তদের গুলিতে যুবক খুন আছমা খানম গোপালগঞ্জের টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান সিলেট জেলার শাহপরান (রঃ) এলাকায় চাঞ্চল্যকর সাদেক হত্যা মামলার পলাতক আসামী তানিয়া’কে গ্রেপ্তার গাজীপুর-৫ আসনে আখতারউজ্জামানসহ ৪ জনের মনোনয়নপত্র দাখিল গোপালগঞ্জ -১ আসনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী সহ মোট ৫জন মনোনয়নপত্র জমা দিয়েছেন মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী মাহবুব অনুসারী দুই নেতাকে কুপিয়ে জখম গাজীপুরের গাছায় কাভার্ড ভ্যান চাপায় আইনজীবীর সহকারী নিহত সরিষাবাড়ীতে নৌকার প্রার্থীসহ ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নতুন সিদ্ধান্তে ফারিয়া

নতুন সিদ্ধান্তে ফারিয়া

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

এতদিন মূলত বিজ্ঞাপন আর এক ঘণ্টার নাটকের প্রতিই নজর ছিল ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। তারই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি ধারবাহিক নাটকে নিয়মিত কাজ করার সিদ্ধান্ত্ম নিচ্ছেন।

গত বছর (২০১৬) মাত্র একটি ধারাবাহিকে অভিনয় করলেও চলতি বছরে এ পর্যন্ত্ম দুটি ধারাবাহিকে অভিনয় করেছেন শবনম। চ্যানেল আইতে প্রচার চলতি নাটকের নাম ‘হিং টিং ছট’ আর এটিএন বাংলা চলছে ‘সোনার শেকল’। তবে বছরের শেষ প্রাপ্তে এসে আরও দুটি নতুন ধারাবাহিকে যুক্ত হওয়ার খবর জানালেন ফারিয়া।

বর্তমানে শবনম ফারিয়া শুটিংয়ের কাজে অবস্থান করছেন ব্যাংকে। সেখান থেকে ঢাকায় ফিরছেন ১৯ নভেম্বর। এসে তিনি পরপর নতুন আরও দুটি ধারাবাহিকের কাজ শুরম্ন করবেন বলে জানান। এরমধ্যে আবু হায়াত মাহমুদের নির্দেশনায় আগামি ২৮ নভেম্বর থেকে শুরম্ন করবেন ‘বনলতা’ ধারাবাহিকের কাজ। এরপর সুমন আনোয়ারের নির্দেশনায় শুরম্ন করবেন ‘ইডিয়ট’-এর শুটিং।

বছরের শেষ প্রান্ত্মে এসে শবনম ফারিয়ার ধারাবাহিকের সংখ্যা দাঁড়াচ্ছে চারটি। একসঙ্গে বেশি হয়ে গেল না? কারণ বরাবরই আপনি ধারাবাহিক থেকে নিজেকে দূরে রেখেছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কিছু দিনের মধ্যে এমন সব ভালো স্ক্রিপ্ট হাতে এলো যে, পুরনো সিদ্ধান্ত্ম বদল করে কাজগুলো করতেই হচ্ছে। ভালো ভালো নাটকের গল্পে, ভালো ভালো চরিত্রে কাজ করার জন্য সিদ্ধান্ত্ম পরিবর্তন করে নতুন ধারাবাহিকগুলোতে কাজ শুরম্ন করতে যাচ্ছি। আশা করছি কাজগুলো অনেক ভালো হবে।’

এদিকে শবনম ফারিয়া প্রথমবারের মতো একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। জয়া আহসান প্রযোজিত-অভিনীত এই চলচ্চিত্রের নাম ‘দেবী’। এটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস। এতে শবনম ফারিয়া ‘নীলু’ চরিত্রে অভিনয় করেছেন। এরইমধ্যে চলচ্চিত্রটির শুটিং শেষ করেছেন।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর