December 10, 2023, 11:35 am

সংবাদ শিরোনাম
রংপুরের পায়রাবন্দে রোকেয়ার জন্ম ও মৃত্যু বার্ষিকী পালিত হলো রংপুরে মডেল মাল্টিপারপাস সমিতির সভাপতির পকেটে হতদরিদ্রদের সঞ্চয়ের টাকা ৮ কোটি, প্রাপ্তির আশায় গুড়ে বালি র‍্যাবের অভিযানে রাজশাহীর গোদাগাড়ী হতে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার গ্রেপ্তার ০১ জন ব্যাটারী চালিত ইজিবাইক মহানগর কমিটি অনুমোদন শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস জালিয়াতির দায়ে ১৯ জনকে গ্রেফতার ঘূর্ণিঝড় মিগজাউমে ১৭ জনের প্রাণহানি এক টুকরো কাপড় ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক প্রশাসনের নাকের ডগায় চলছে কারিমার মাদক সাম্রাজ্য, দেখার মতো কেউ নেই উজিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৩ উখিয়া রোহিঙ্গা শিবিরে দূর্বৃত্তদের গুলিতে যুবক খুন

নতুন মাইলফলকে মাশরাফি

নতুন মাইলফলকে মাশরাফি

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

রবিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে নতুন মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফিক বিন মুর্তজা। ইস্ট লন্ডনে ৫০তম ওয়ানডেতে অধিনায়ক হিসেবে নেমেছেন তিনি। বাংলাদেশের তৃতীয় অধিনায়ক হিসেবে ৫০টি ওয়ানডেতে নেতৃত্ব দিচ্ছেন ডানহাতি এই পেসার।

মাশরাফির আগে এই মাইলফলকে পা রাখা দু’জন হলেন হাবিবুল বাশার সুমন ও সাকিব আল হাসান। এর মধ্যে সবার ওপরে থাকা সুমন ৬৯ ম্যাচে অধিনায়কত্ব করে বাংলাদেশকে জিতিয়েছেন ২৯টি ওয়ানডেতে। অন্যদিকে সাকিব ৫০টি ম্যাচ বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন ২৩ টিতে। মাশরাফি এখন অবধি ৪৯টি ম্যাচ নেতৃত্ব দিয়ে বাংলাদেশের জয় এনেছেন ২৭টি ম্যাচে।

জয়ের শতকরা হিসেবে অবশ্য মাশরাফি সবার ওপরেই আছেন। তিনি ৫৭.৪৪ শতাংশ ম্যাচ জয়ের স্বাদ পেয়েছেন। আর এখানে সুমনের জয়ের শতকরা হার ৪২.০২ শতাংশ আর সাকিবের ৪৬.৯৩ শতাংশ।

ওয়ানডের অধিনায়ক হিসেবে মাশারাফির অভিষেক হয় ২০১০ সালে। ব্রিস্টলে ইংল্যান্ডের বিপক্ষে সেই ঐতিহাসিক ৫ রানের জয়টা এসেছিল এই নড়াইল এক্সপ্রেসের অধিনায়কত্বেই। ২৫ বলে ২২ রান ও ৪২ রানে দুই উইকেট নিয়ে তিনি সেবার পেয়েছিলেন ম্যাচ সেরার পুরস্কার। এরপর আবারো শরীরে বাসা বাঁধে ইনজুরি। ঢাকায় নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করা সিরিজের প্রথম ম্যাচে আবারো ইনজুরি নিয়ে তাকে মাঠ ছাড়তে হয়। পরবর্তীতে দীর্ঘমেয়াদে অধিনায়ক বনে যান সাকিব।

এরপর মাশরাফি অধিনায়ক হিসেবে ফেরেন ২০১৪ সালে। সীমিত ওভারের ক্রিকেটে মুশফিকুর রহিমকে সরিয়ে মাশরাফির হাতে অধিনায়কের দায়িত্ব দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই থেকে ধারাবাহিকভাবে নেতৃত্বে দুর্দান্ত সফল নড়াইল এক্সপ্রেস।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর