September 26, 2023, 2:08 am

সংবাদ শিরোনাম
আষাড় মাসের বৃষ্টি আশ্বিন মাসে অসময়ে বর্ষণে তলিয়ে গেছে রংপুরের নিম্ন অঞ্চল রংপুরে অনুষ্ঠিত হলো ‘বাসায় তৈরি খাদ্য সামগ্রী ও দেশী পণ্য প্রদর্শনী মেলা’ যাত্রীবাহী বাস তল্লাসি করে  বিদেশি মদ উদ্ধার, আটক ১ জন মৌলভীবাজারে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ২ কুড়িগ্রামে দুদিন ধরে বৃষ্টি, জনজীবন বিপর্যস্ত এক যুগ পর চৌদ্দগ্রাম পৌর বিএনপির আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুয়াকাটায় ব্যবসায়ীর হাত-পায়ের রগ কর্তনকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন পার্বতীপুরে ‘হুগলীপাড়া আর্দশ যুব সংঘে’র ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত  পানছড়িতে ভারতীয় পণ্য ও গাঁজাসহ চোরাচালান চক্রের ২ সদস্য আটক

নতুন পরিকল্পনায় ঝিলিক

নতুন পরিকল্পনায় ঝিলিক

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

বর্তমানে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার প্রথম আসরের চ্যাম্পিয়ন ঝিলিক। স্টেজ শোর পাশাপাশি রেকর্ডিংয়েও চলছে তার সমান ব্যস্ততা। ঝিলিকের সর্বশেষ একক ‘প্রথম প্রেম’ প্রকাশ হয়েছিল ২০১৪ সালে। এরপর গত বছর প্রকাশ হয় শাহরিদ বেলালের সঙ্গে তার একটি দ্বৈত অ্যালবাম। তবে এখন নতুন পরিকল্পনা করেছেন ঝিলিক। ৮-১০টি গান নিয়ে অ্যালবাম আর করবেন না।

বরং সিঙ্গেল ট্র্যাক করবেন। আর যদি ভালো প্রজেক্ট হয় তবে তিন গান নিয়ে ইপি অ্যালবামও করবেন। তবে স্টেজ ব্যস্ততার কারণে নতুন গানের কাজ আর করা হয়ে ওঠেনি এ শিল্পীর। কয়েক মাস ধরেই স্টেজে টানা ব্যস্ত সময় পার করছেন তিনি। অবশ্য এবার নতুন গান করার সিদ্ধান্ত নিয়েছেন। যেহেতু এখন বৃষ্টির মৌসুম চলছে, তাই খানিক অবসর সময়ও পাচ্ছেন ঝিলিক। আর এই অবসর সময়টাকেই কাজে লাগাতে চান তিনি। খুব শিগগিরই একটি সিঙ্গেল এর কাজ শুরু করবেন এ শিল্পী। সেটা দ্বৈত গান হওয়ার সম্ভাবনাই বেশি।

এরই মধ্যে কথা-সুর ও সংগীতায়োজন ও শিল্পী নির্বাচনের বিষয়টি নিয়ে পরিকল্পনা করছেন ঝিলিক। খুব শিগগিরই ট্র্যাক তৈরির কাজ শুরু হবে। এরপরই গানে ভয়েস দেওয়ার পর ভিডিওর কাজও শুরু করবেন।

যেহেতু অনেক দিন পর নিজ উদ্যোগে গান প্রকাশ করবেন তাই একটু ভালো করেই সেটা করতে চান। এ বিষয়ে ঝিলিক বলেন, বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে গান অনেক দিন ধরেই করা হয়ে ওঠেনি। তবে এবার নতুন গান করবো বলে ঠিক করেছি। নিজের মনের মতো করেই গানটি করবো। এখন এর পরিকল্পনা করছি। তাই তেমন কিছু জানাতে চাইছি না। সবকিছু পাকাপাকি করে জানাবো। তবে খুব সুন্দর একটি গান আমি শ্রোতাদের উপহার দিতে চাই, যেটা দীর্ঘ সময় তারা মনে রাখবেন। আর সেটা অচিরেই।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর