December 10, 2023, 9:32 am

সংবাদ শিরোনাম
রংপুরের পায়রাবন্দে রোকেয়ার জন্ম ও মৃত্যু বার্ষিকী পালিত হলো রংপুরে মডেল মাল্টিপারপাস সমিতির সভাপতির পকেটে হতদরিদ্রদের সঞ্চয়ের টাকা ৮ কোটি, প্রাপ্তির আশায় গুড়ে বালি র‍্যাবের অভিযানে রাজশাহীর গোদাগাড়ী হতে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার গ্রেপ্তার ০১ জন ব্যাটারী চালিত ইজিবাইক মহানগর কমিটি অনুমোদন শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস জালিয়াতির দায়ে ১৯ জনকে গ্রেফতার ঘূর্ণিঝড় মিগজাউমে ১৭ জনের প্রাণহানি এক টুকরো কাপড় ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক প্রশাসনের নাকের ডগায় চলছে কারিমার মাদক সাম্রাজ্য, দেখার মতো কেউ নেই উজিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৩ উখিয়া রোহিঙ্গা শিবিরে দূর্বৃত্তদের গুলিতে যুবক খুন

ধারাবাহিকের কাজ করছেন না সুজানা

ধারাবাহিকের কাজ করছেন না সুজানা

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

একটিমাত্র ধারাবাহিকে অভিনয় করছেন মডেল-অভিনেত্রী সুজানা জাফর। বিইউ শুভর ‘লাইফ ইন মেট্রো’ শিরোনামের ধারাবাহিকটি প্রচার হচ্ছে এটিএন বাংলায়। এই নাটকের বাইরে আর কোনো খ- নাটক কিংবা ধারাবাহিকের কাজ করছেন না বলে জানান তিনি। অল্প সংখ্যক কাজের প্রসঙ্গে সুজানা বলেন, আমি বরাবরই বেছে বেছে কাজ করি। অনেকের তুলনায় আমার কাজের সংখ্যা কম। এটি নিয়ে আমার কোনো আফসোস নেই। আমি আমার মতোই কাজ করতে চাই। বর্তমানে খ- নাটকে কাজ না করা প্রসঙ্গে সুজানা বলেন, ঈদের পর থেকে আমি দেশের বাইরে। ফ্রান্স, ইতালি ও সুইজারল্যান্ডে টানা একমাস ঘুরে বেড়িয়ে সম্প্রতি দেশে ফিরেছি। সেই কারণে নির্মাতাদের সঙ্গে আমার একটা দূরত্ব তৈরি হয়েছে। এ ছাড়া কয়েকটি খ- নাটকের প্রস্তাব ছিল। দেশের বাইরে সেগুলোর শুটিং হবে। সেই কারণে নাটকগুলোতে কাজ করছি না। কারণ, দেশের বাইরে কাজের জন্য আমার হাতে পর্যাপ্ত সময় নেই। এ ছাড়া বিশেষ দিবসের বাইরে আমাদের খ- নাটকের নির্মাণের সংখ্যাও অনেক কম। অভিনয়ের বাইরে সুজানা সামাজিক কার্যক্রমের সঙ্গেও জড়িত রয়েছেন। দেশে ফিরেই শুক্রবার নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়ায় চলে যান। সেখানে এতিম শিশুদের সঙ্গে দিনটি কাটিয়েছেন। সেখানে ২৩ জন এতিম-অসহায় শিশুর ভরণ-পোষণের দায়িত্ব তিনি পালন করেন।

এই প্রসঙ্গে সুজানা বলেন, এতিম-অসহায় শিশুদের জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগে। আমি সময় পেলে তাদের কাছে ছুটে যাই। তাদের সঙ্গে সময় কাটিয়ে আসি। নিজ এলাকার এতিম শিশুদের দেখাশুনা ছাড়াও সুজানা উত্তরার একটি প্রতিষ্ঠানে অটিস্টিক শিশুদের দেখাশুনা করছেন। গত ঈদের সময় এই অটিস্টিক শিশুদের জন্য কোরবানি দিয়েছেন বলে জানান এই অভিনেত্রী।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর