December 2, 2023, 8:52 pm

সংবাদ শিরোনাম
রংপুরে চলন্ত বাসের ধাক্কায় নিহত ১, আহত ৫ রংপুর মেডিকেলে ভর্তি সুনামগঞ্জ ৫টি সংসদীয় আসনে আওয়ামীলীগ,জাতীয়পার্টি, স্বতন্ত্রসহ বিভিন্নদলের মোট ২১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল উখিয়ায় রোহিঙ্গা শিবিরে দূর্বৃত্তদের গুলিতে যুবক খুন আছমা খানম গোপালগঞ্জের টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান সিলেট জেলার শাহপরান (রঃ) এলাকায় চাঞ্চল্যকর সাদেক হত্যা মামলার পলাতক আসামী তানিয়া’কে গ্রেপ্তার গাজীপুর-৫ আসনে আখতারউজ্জামানসহ ৪ জনের মনোনয়নপত্র দাখিল গোপালগঞ্জ -১ আসনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী সহ মোট ৫জন মনোনয়নপত্র জমা দিয়েছেন মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী মাহবুব অনুসারী দুই নেতাকে কুপিয়ে জখম গাজীপুরের গাছায় কাভার্ড ভ্যান চাপায় আইনজীবীর সহকারী নিহত সরিষাবাড়ীতে নৌকার প্রার্থীসহ ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার বিচার দাবি

ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার বিচার দাবি

ডিটেকটিভ নিউজ ডেস্ক                 

 

রংপুরে ধর্মীয় ‘সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগসহ অতীতের সব হামলার বিচার এবং ধর্মাবমাননার অভিযোগ তুলে গ্রেফতার টিটু রায়কে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে হিন্দু সম্প্রদায়ের কয়েকটি সংগঠন। গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে সংগঠনগুলো তাদের দাবি তুলে ধরে।

 জাগো হিন্দু বাংলাদেশ, জাতীয় হিন্দু মহাজোট, বিশ্ব হিন্দু পরিষদ, জাগো হিন্দু পরিষদ, বাংলাদেশ হিন্দু সেবক সংঘ নামের বিভিন্ন ব্যানারে সংগঠনগুলো কর্মসূচিতে অংশ নেয়। রংপুরে গ্রেফতার টিটু রায়কে নির্দোষ দাবি করে তার মুক্তির দাবি সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায় কর্মসূচীতে অংশগ্রহণকারী অনেকের হাতে। জাগো হিন্দু বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ‘সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ ও মানববন্ধন কমিটির আহ্বায়ক মিন্টু বালা বলেন, গত ১০ নভেম্বর টিটু রায়ের নামে ‘ভুয়া ফেইসবুক অ্যাকাউন্ট থেকে অবমাননার অভিযোগ তুলে রংপুরের ঠাকুরপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের ৩০টির বেশি বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। এরপর গত ১৪ নভেম্বর বাগেরহাটের চিতলমারির আডুলিয়া গ্রামে হিন্দু ধর্মাবলম্বী ঋষিকেশ ম-লের বাড়িতে আগুন দেওয়া হয়। এর আগে গত ৫ সেপ্টেম্বর ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রামের চারটি পরিবারের উপর হামলা চালানো হয় বলে তিনি অভিযোগ করেন। গত বছর অক্টোবরে ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা তুলে ধরে মিন্টু বালা বলেন, এসব ঘটনায় জামায়াত-শিবির সংঘবদ্ধভাবে জড়িত থাকার অভিযোগ এসেছে। নাছিরনগরে জামায়াত-শিবিরের পাশাপাশি ক্ষমতাসীন দলের দুই নেতার দ্বন্দ্বকেও হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘর পোড়ানোর জন্য দায়ী করা হচ্ছে। তিনি এসব হামলাসহ অতীতের সব হামলার বিচার দ্রুত শেষ করার দাবি জানান এবং এ ধরনের ‘ষড়যন্ত্রমূলক হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠ শিল্পী মনোরঞ্জন ঘোষাল, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি বিনয় ভুষণ জয়ধর, নরেন্দ্রনাথ মজুমদার, হিরেন্দ্রনাথ বিশ্বাস, গোবিন্দ প্রামাণিকসহ শতাধিক মানুষ এসব কর্মসূচিতে অংশ নেন।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর