September 23, 2023, 10:15 am

সংবাদ শিরোনাম
হিলিতে কমলো পেঁয়াজের ঝাঁজ সান্তাহারে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার গৌরনদীতে দুটি যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত ,আহত ১০ ৯৯৯-এ কল পেয়ে সমুদ্র থেকে ২৯ জেলেকে উদ্ধার করলো কোস্টগার্ড পটুয়াখালীতে ভাতিজার রগ কর্তনের ঘটনায় তিন আসামী গ্রেফতার বিদ্যুৎ বিভাগের অনিয়মের ফাঁদে   ফুলবাড়ীর বিদ্যুৎ  গ্রাহক  রংপুরে গাছের ডাল মাথায় পড়ে মা-মেয়ে নিহত গোপালগঞ্জের মুকসুদপুর আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণে ব্যাপক দূনীর্তির অভিযোগ পাওয়া গেছে মির্জাগঞ্জে কাঁচা রাস্তায় চার গ্রামের মানুষের চরম দুর্ভোগ, পাকা করার দাবী ১৭ দিন পর তিস্তায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

দেশের অর্থনীতি সমৃদ্ধ করতে সকলকে আয়কর দিতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

দেশের অর্থনীতি সমৃদ্ধ করতে সকলকে আয়কর দিতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ডিটেকটিভ নিউজ ডেস্ক

সামর্থ্যবান ব্যক্তিদের আয়কর দিয়ে দেশের অর্থনীতি সমৃদ্ধ করার অহবান জানিয়েছেন স্থানীয় সরকার পলী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি। তিনি বলেন, আয়কর দেশের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। আয়করদাতারা দেশের সম্পদ। আমরা আয়কর না দিলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম উন্নয়ন বঞ্চিত হবে। দেশের উন্নয়নের যাত্রায় নিজেকে শরিক করতে যে যার মতো আয়কর দিতে অভ্যস্ত হই। রংপুর কর অঞ্চলের আয়োজনে জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে সর্বোচ্চ ও দীর্ঘ মেয়াদী করদাতা এবং কর বাহাদুর পরিবারের সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেতে গিয়ে এসব কথা বলেন। তিনি আরো বলেন, অল্প সময়ে আমরা অনেক দূর এগিয়ে গিয়েছে। পৃথিবীর ১৯৪টি দেশের মধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায়। মানুষের মাঝে আয়কর প্রদানে সচেতনা বেড়েছে। আমাদের রিজার্ভ বেড়েছে। বাংলাদেশ উন্নত আয়ের দেশে পরিণত হবে। অনুষ্ঠানে রংপুর কর অঞ্চলের কর কমিশনার হারুন অর রশিদের সভাপতিত্বেবক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার কাজী হাসান আহম্মেদ, রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক ও শ্রেষ্ট করদাতা এমদাদুল হক ভরসা। অনুষ্ঠানে ৭ জন করবাহাদুর পরিবার ও সর্বোচ্চ ২৪ জন করদাতা এবং দীর্ঘ মেয়াদী ১৬ জন, মহিলা ৮ জন ও তরুণ ৮ করদাতা সহ ৬৩ জনকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।এর আগে তিনি গণপ্রকৌশল দিবস উপলক্ষে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স আয়োজিত বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এতে বিশেষ অতিশি হিসেবে উপস্থিত ছিলেন, আখতারুল করিম প্রামানিক, উপদেষ্টা,আইডিইবি, কেনিক, ঢাকা, ফজলার রহমান, সহ-সভাপতি, রংপুর অঞ্চল, কেনিক, ঢাকা প্রমুখ।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর