September 26, 2023, 2:56 am

সংবাদ শিরোনাম
আষাড় মাসের বৃষ্টি আশ্বিন মাসে অসময়ে বর্ষণে তলিয়ে গেছে রংপুরের নিম্ন অঞ্চল রংপুরে অনুষ্ঠিত হলো ‘বাসায় তৈরি খাদ্য সামগ্রী ও দেশী পণ্য প্রদর্শনী মেলা’ যাত্রীবাহী বাস তল্লাসি করে  বিদেশি মদ উদ্ধার, আটক ১ জন মৌলভীবাজারে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ২ কুড়িগ্রামে দুদিন ধরে বৃষ্টি, জনজীবন বিপর্যস্ত এক যুগ পর চৌদ্দগ্রাম পৌর বিএনপির আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুয়াকাটায় ব্যবসায়ীর হাত-পায়ের রগ কর্তনকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন পার্বতীপুরে ‘হুগলীপাড়া আর্দশ যুব সংঘে’র ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত  পানছড়িতে ভারতীয় পণ্য ও গাঁজাসহ চোরাচালান চক্রের ২ সদস্য আটক

থানায় মামলা দায়ের- ছাতকে দু’দিনেও ছিনতাইকৃত ৩টি গরু উদ্ধার হয়নি

থানায় মামলা দায়ের-
ছাতকে দু’দিনেও ছিনতাইকৃত ৩টি গরু উদ্ধার হয়নি
ছাতক প্রতিনিধি


ছাতকে দু’দিনেও ছিনতাইকৃত ৩টি গরু উদ্ধার হয়নি। ঘটনার পর পুলিশ ছিনতাইকৃত ৫টি গরুর মধ্যে দু’টি গরু উদ্ধার করেছে বলে জানা গেছে। এব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মামলার বাদি কালারুকা ইউপির জামুরাইল গ্রামের মৃত আরব আলীর পুত্র জুয়েল আহমদ বলেন, বৃহস্পতিবার সকাল ১০টায় একই গ্রামের ইদরিছ আলী ওরফে বেজ ইদরিছের পুত্র আসিক মিয়া, নিম্বর আলী, মাসুক আলী, সিরাজ মিয়া, মৃত মখদ্দুছ আলীর পুত্র সোনা উল্লাহ, আব্দুল্লাহ, সোনা উল্লাহর পুত্র হাবিবুর ও জাবেদ, নিম্বর আলীর পুত্র লায়েকসহ ৩০/৩৫জন লোক তার দু’লক্ষাধিক টাকার ৫টি গরু প্রকাশ্য দিবালোকে রাখালের কাছ থেকে ছিনিয়ে নেয়। এতে পুলিশ তাদের কাছ থেকে ২টি গরু উদ্ধার করলেও ৩টি গরু এখনও উদ্ধার করা হয়নি। পুলিশ উদ্ধারকৃত ২টি গরু স্থানীয় ইউপি সদস্য লিটন মিয়ার জিম্মায় রেখে আসেন। জানা গেছে, জামুরাইল গ্রামের মৃত আঞ্জব আলীর পুত্র আরজ আলীর সাথে হুন্ডির টাকার লেনদেন নিয়ে আসিক মিয়ার সাথে পূর্ববিরুধ চলে আসছে। এনিয়ে একাধিক সালিশ অনুষ্ঠিত হয়। এদিকে আসিক মিয়া এলাকায় হুন্ডি ব্যবসাও মানব পাচারের সাথে জড়িত রয়েছে বলে স্থানীয় লোকজন জানান। ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান জানান, টাকা লেনদেনের বিষয় নিয়ে এঘটনা ঘটেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর