থানায় মামলা দায়ের-
ছাতকে দু’দিনেও ছিনতাইকৃত ৩টি গরু উদ্ধার হয়নি
ছাতক প্রতিনিধি
ছাতকে দু’দিনেও ছিনতাইকৃত ৩টি গরু উদ্ধার হয়নি। ঘটনার পর পুলিশ ছিনতাইকৃত ৫টি গরুর মধ্যে দু’টি গরু উদ্ধার করেছে বলে জানা গেছে। এব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মামলার বাদি কালারুকা ইউপির জামুরাইল গ্রামের মৃত আরব আলীর পুত্র জুয়েল আহমদ বলেন, বৃহস্পতিবার সকাল ১০টায় একই গ্রামের ইদরিছ আলী ওরফে বেজ ইদরিছের পুত্র আসিক মিয়া, নিম্বর আলী, মাসুক আলী, সিরাজ মিয়া, মৃত মখদ্দুছ আলীর পুত্র সোনা উল্লাহ, আব্দুল্লাহ, সোনা উল্লাহর পুত্র হাবিবুর ও জাবেদ, নিম্বর আলীর পুত্র লায়েকসহ ৩০/৩৫জন লোক তার দু’লক্ষাধিক টাকার ৫টি গরু প্রকাশ্য দিবালোকে রাখালের কাছ থেকে ছিনিয়ে নেয়। এতে পুলিশ তাদের কাছ থেকে ২টি গরু উদ্ধার করলেও ৩টি গরু এখনও উদ্ধার করা হয়নি। পুলিশ উদ্ধারকৃত ২টি গরু স্থানীয় ইউপি সদস্য লিটন মিয়ার জিম্মায় রেখে আসেন। জানা গেছে, জামুরাইল গ্রামের মৃত আঞ্জব আলীর পুত্র আরজ আলীর সাথে হুন্ডির টাকার লেনদেন নিয়ে আসিক মিয়ার সাথে পূর্ববিরুধ চলে আসছে। এনিয়ে একাধিক সালিশ অনুষ্ঠিত হয়। এদিকে আসিক মিয়া এলাকায় হুন্ডি ব্যবসাও মানব পাচারের সাথে জড়িত রয়েছে বলে স্থানীয় লোকজন জানান। ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান জানান, টাকা লেনদেনের বিষয় নিয়ে এঘটনা ঘটেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।