তেহরানে তিন দিনে গ্রেফতার ৪৫০ জন
ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক
ইরানের রাজধানী তেহরানে গত তিন দিনে প্রায় ৪৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। বিক্ষোভকালে সহিংসতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এদের আটক করা হয়। মঙ্গলবার স্থানীয় এক গণমাধ্যমে একথা বলা হয়েছে। খবর এএফপি’র। তেহরান নগরীর গভর্ণর অফিসের ডেপুটি আলি-আসগর নাসেরবাখত বলেন, ‘শনিবার ২শ জন, রোববার ১৫০ জন ও সোমবার প্রায় ১শ জনকে গ্রেফতার করা হয়।’