-
- অপরাধ, সারাদেশে
- তাহিরপুরে জামাইয়ের বিরুদ্ধে শশুড়ির অপহরণ মামলা
- আপডেট সময় January, 2, 2018, 11:38 pm
- 591 বার পড়া হয়েছে
তাহিরপুরে জামাইয়ের বিরুদ্ধে শশুড়ির অপহরণ মামলা
আব্দুস সামাদ আজাদ
তাহিরপুরে জামাইয়ের বিরুদ্ধে অপহরণ অভিযোগে আদালতে মামলা দায়ের করেছেন শাশুড়ি। আজ মঙ্গলবার আদালতে শশুড়ি জামাইয়ের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন।
অভিযোগে জানা যায়, উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সোনাপুর গ্রামের মোছা সেলিনা খাতুনের বড় মেয়ের জামাই একই ইউনিয়নের কুকুরকান্দি গ্রামের আমির হোসেন গত ২৭ ডিসেম্বর সেলিনা খাতুনের ছোট মেয়ে ও এক সন্তানের জননী জোসনা বেগম (২২) কে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে ফুসলিয়ে ডেকে নিয়ে যায়।
পরে অনেক খোজাখুজি করে তাকে না পাওয়ায়র বিষয়টি এলাকাবাসীকে অবহিত করেন। কিন্তু আজ পর্যন্ত মেয়ের কোন খোজখবর না পেয়ে সেলিনা খাতুন বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছন। অভিযোগে আরও উল্লেখ করা হয় তার মেয়েকে ফুসলিয়ে অপহরণ করে কোন পতিতালয়ে বিক্রী করে দেয়ার কথাও বলেন।
এ জাতীয় আরো খবর