December 4, 2023, 6:06 am

সংবাদ শিরোনাম
পুতিন বাড়ালেন সেনাবাহিনীর সংখ্যা ২ দিনের হামলায় মৃত ১৯৩,গাজায় রংপুরে মনোনয়ন যাচাই বাছাইয়ের প্রথম দিনে ৩ আসনে বৈধ ১৯, বাতিল ৫, স্থগিত ৩ রংপুরে চলন্ত বাসের ধাক্কায় নিহত ১, আহত ৫ রংপুর মেডিকেলে ভর্তি সুনামগঞ্জ ৫টি সংসদীয় আসনে আওয়ামীলীগ,জাতীয়পার্টি, স্বতন্ত্রসহ বিভিন্নদলের মোট ২১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল উখিয়ায় রোহিঙ্গা শিবিরে দূর্বৃত্তদের গুলিতে যুবক খুন আছমা খানম গোপালগঞ্জের টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান সিলেট জেলার শাহপরান (রঃ) এলাকায় চাঞ্চল্যকর সাদেক হত্যা মামলার পলাতক আসামী তানিয়া’কে গ্রেপ্তার গাজীপুর-৫ আসনে আখতারউজ্জামানসহ ৪ জনের মনোনয়নপত্র দাখিল গোপালগঞ্জ -১ আসনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী সহ মোট ৫জন মনোনয়নপত্র জমা দিয়েছেন

ডিপজল অসুস্থ ॥ নেওয়া হচ্ছে সিঙ্গাপুর

ডিপজল অসুস্থ ॥ নেওয়া হচ্ছে সিঙ্গাপুর

ডিটেকটিভ নিউজ ডেস্ক

হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি রয়েছেন খলঅভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। চিকিৎসকদের পরামর্শে বিকেলে সাড়ে তিনটায় সিঙ্গাপুর নেয়া হচ্ছে তাকে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা মনতাজুর রহমান আকবর ও ছটকু আহমেদ। বুধবার সকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তাকে সিসিইউতে রাখা হয়েছে। তিনি ডা. বরেণ চক্রবর্তীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

আকবর জানিয়েছেন, ফুসফুসে পানি জমেছে তার। চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন শিগগিরই তাকে সিঙ্গাপুর নিতে হবে। বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করানো হবে। তার সঙ্গে থাকবেন ডিপজলের কন্যা ওলিজা মনোয়ার ও স্ত্রী জবা। নির্মাতা ছটকু আহমেদ বলেন, ডিপজলের অবস্থা সংকটাপন্ন, তার মেয়ে ওলিজা দেশবাসীর কাছে তার পিতার জন্য দোয়া চেয়েছেন। সব প্রস্তুতি সম্পন্ন। কিছুক্ষণের মধ্যেই ডিপজলকে নিয়ে যাওয়া হচ্ছে সিঙ্গাপুরে।

এই অভিনেতার অসুস্থতার খবর পেয়ে সকাল থেকেই হাসপাতালে ভিড় করেছেন সহশিল্পীরা। খলঅভিনেতা আহমেদ শরীফ,  নির্মাতা মনতাজুর রহমান আকবর, অভিনেতা সায়মন সাদিকসহ অনেকেই তাকে দেখতে হাসপাতালে ছুটে যান।

আশির দশকের শেষের দিকে সিনেমায় নাম লেখান এই খলঅভিনেতা। অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। সর্বশেষ ‘দুলাভাই জিন্দাবাদ’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ছবিটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী সপ্তাহে।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর