December 11, 2023, 10:44 pm

সংবাদ শিরোনাম
ইসলামপুরে ভারসাম্যহীন যুবকের দায়ের কোপে আরেক ভারসাম্যহীনের মৃত্যু শেরপুরে সাংবাদিকদের সাথে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় জৈন্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর (এলডিডিপি) প্রকল্পের ছাগল উৎপাদন সমিতির নারীদের মধ্যে গৃহ:নিমার্ণ’র চেক হস্থান্তর করা হয়েছে মাদক সম্রাজ্ঞী কারিমা, সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে শান্তিগঞ্জে ব্র্যাক শিক্ষা কর্মসূচি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পটুয়াখালীতে মাছ ধরার ট্রলার বিস্ফোরণে দুই জেলে দগ্ধ, ট্রলার বিধ্বস্ত। জৈন্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর (এলডিডিপি) প্রকল্পের ছাগল উৎপাদন সমিতির নারীদের মধ্যে গৃহ:নিমার্ণ’র চেক হস্থান্তর করা হয়েছে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ৮৯৫ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০ বর্ণাঢ্য আয়োজনে সুনামগঞ্জে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন রংপুর সিটি করপোরেশন এলাকায় ১ লাখ ৩০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

ঠাকুরগাঁওয়ে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় আটক ৪

ঠাকুরগাঁওয়ে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় আটক ৪

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় রোস্তারাঁ শ্রমিক এক কিশোরীকে গণধর্ষণের মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার পুলিশ সুপার ফারহাত আহমেদ জানান, গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন- লুৎফর রহমান (৩২), সোহাগ (২৮), জিয়া (৩২) ও রেজাউল করিম (৪০)। গত শুক্রবার উপজেলার বৈরচুনা ইউনিয়নের বালুবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পরদিন মেয়েটির মা বাদী হয়ে রেজাউল ও লুৎফরের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেন এ পুলিশ কর্মকর্তা জানান। এদিকে রোববার রাতে ঠাকুরগাঁও সদর হাসপাতালে মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। মামলার বরাতে পুলিশ সুপার ফারহাত বলেন, পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের স্থানীয় একটি রোস্তোরাঁয় মেয়েটি (১৫) শ্রমিকের কাজ করত। গত শুক্রবার রাতে রেজাউল কৌঁশলে মেয়েটিকে রেস্তোরাঁ থেকে ডেকে বালুবাড়ি গ্রামের একটি আখ ক্ষেতে নিয়ে যায়। এরপর রেজাউলসহ আরও কয়েকজন মিলে মেয়েটিকে দলবেঁধে ধর্ষণ করে। এ সময় মেয়েটি অজ্ঞান হয়ে গেলে আসামিরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়। তিনি বলেন, পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ওই রাতেই লুৎফরকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যে বাকিদের আটক করা হয়। এ মামলায় লুৎফর ও রেজাউল আসামি ছিল,বাকি দুজনকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর