September 21, 2023, 10:10 pm

সংবাদ শিরোনাম
পার্বতীপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় আরোহী গুরুতর আহত রোহিঙ্গা ক্যাম্পে পাঁচ বাহিনীর যৌথ অভিযান, আটক ৩ কলাপাড়ায় সৎ চাচা কর্তৃক ভাতিজার হাত পায়ের রগ কর্তন,থানায় মামলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে মুকসুদপুর দোয়া মাহফিল ও বাউল কনসার্টের আয়োজন বন ও পরিবেশের ভারসাম্য বজায় রেখে পার্বত্য বান্দরবানের  উন্নয়ন করতে হবে ৩ হাজার ৯৫০ টন  ইলিশ যাবে ভারতে মির্জাগঞ্জে ছাত্রলীগের দুই শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা উলিপুরে দত্ত মার্কেটে জাল টাকা কারবারি চক্রের ৩ সদস্য আটক  রংপুরে গাছের ডাল ভেঙে পড়ে মেয়েসহ স্কুল শিক্ষিকার মৃত্যু রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হিমাগার মালিক ব্যবসায়ী প্রতিনিধির মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেস্টে স্মিথের বছর

টেস্টে স্মিথের বছর

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ড্র হওয়া মেলবোর্ন টেস্ট দিয়ে শেষ হলো ২০১৭ সালের শেষ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। ইতোমধ্যেই অ্যাশেজ সিরিজ হেরে যাওয়া ইংল্যান্ডের জয়ের স্বপ্নে জল ঢেলে দেন ফর্মের তুঙ্গে থাকা অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ। মাটি কামরানো ব্যাটিংয়ে অপরাজিত থাকেন ২৭৫ বলে ১০২ রানে। সাদা পোশাকে এ যেন রানমেশিন স্মিথেরই বছর।

হোয়াইটওয়াশ এড়িয়ে পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ তে পিছিয়ে রইলো ইংলিশরা। আগামি ৪ জানুয়ারি শুরু পঞ্চম ও শেষ টেস্ট। চার ম্যাচের ৬ ইনিংসে ব্যাট করে তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন সর্বোচ্চ রানস্কোরার (৬০৪) স্মিথ। স্মিথ-ওয়ার্নারের ব্যাটে মেলবোর্ন টেস্ট ড্র

সবশেষটি ক্যারিয়ারের ৬০ টেস্টে ২৩তম। তাতেই নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন ২৮ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান। ডন ব্র্যাডম্যান (৫৯ ইনিংস) ও সুনীল গাভাস্কারের (১০৯ ইনিংস) পর সবচেয়ে কম ইনিংস (১১০) খেলে ২৩টি শতক পূরণ করেছেন।

এ বছর টেস্ট ক্রিকেটে স্মিথেরই জয়জয়কার। ১১ ম্যাচে তার রান দাঁড়িয়েছে ১৩০৫। ব্যাটিং গড় ৭৬.৭৬। সমান ম্যাচে ৬৭.০৫ গড়ে ১১৪০ রান নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের চেতশ্বর পুজারা। সেরা পাঁচে যথাক্রমে ডিন এলগার (১২ ম্যাচে ১১২৮), বিরাট কোহলি (১০ ম্যাচে ১০৫৯), দিমুথ করুনারতেœ (১৩ ম্যাচে ১০৩১)।

সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিকও স্মিথ। ৬ বার তিন অঙ্ক ছুঁয়েছেন। কোহলি ও ডিন এলগার দু’জনই ২০১৭ সালে পাঁচটি সেঞ্চুরির দেখা পেয়েছেন।

টেস্ট ইতিহাসে স্বদেশী কিংবদন্তি রিকি পন্টিংয়ের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একাধিক পঞ্জিকাবর্ষে ছয় সেঞ্চুরির কীর্তি গড়লেন স্মিথ। এর আগে ২০১৫ সালে সাদা পোশাকে ৬ বার শতক হাঁকিয়েছিলেন।। পন্টিংয়ের ৭টি সেঞ্চুরিরও রেকর্ড রয়েছে। ৮টি কারো নেই।

এ তো গেল টেস্টের নাম্বার ওয়ান স্মিথ বীরত্বের কথা। ওয়ানডেতে আবার ভারতীয় অধিনায়ক কোহলির দাপট। চলতি বছর ২৬ ম্যাচে ৭৬.৮৪ গড়ে ১৪৬০ রান করেছেন। পাঁচ ম্যাচ কম খেলে দ্বিতীয় অবস্থানে সতীর্থ রোহিত শর্মা। ২১ ম্যাচে তার রান ১২৯৩। সেরা পাঁচের বাকি তিনজন যথাক্রমে উপুল থারাঙ্গা (২৫ ম্যাচে ১০১১), জো রুট (১৯ ম্যাচে ৯৮৩), রস টেইলর (২০ ম্যাচে ৯৬৮)।

সেঞ্চুরি সংখ্যায় কোহলি ও রোহিত দু’জনই ৬টি করে শতক হাঁকিয়েছেন। পাকিস্তানের বাবর ৪ বার হান্ড্রেড উদযাপন করেন।

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টির সর্বোচ্চ রানসংগ্রাহক হিসেবে বছর শেষ করেছেন ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস। ৯ ম্যাচে তার নামের পাশে ৩৫৭ রান। গড় ৪৪.৬২। স্ট্রাইক রেট ১৫৪.৫৪। ৫ রান পিছিয়ে দ্বিতীয় পজিশনে ১০ ম্যাচ খেলা বাবর আজম। তিন নম্বরে দক্ষিণ আফ্রিকান আইকন এবি ডি ভিলিয়ার্স (৭ ম্যাচে ৩০৪)।

 

 

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর