বাবুল রানা মধুপুর(টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরের কুড়ালিয়া ( কেওটাই) বাজারের বংশাই নদীর সংযোগ ব্রীজের পশ্চিম পার্শ্বে বারেক মিয়ার কাপড়ের দোকানে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে।
মালিক সূত্রে জানা যায়, গত সোমবার (৯ই মে) দিবাগত রাতে প্রতিদিনের মতো যথা সময়ে দোকান তালাবদ্ধ করে বাড়িতে চলে যায়। পরদিন মঙ্গলবার সকালে দোকান খুলতে এসে দেখতে পায় তালা ভেঙে কে বা কাহারা দোকানে থাকা সমস্ত কাপড় ও অন্যান্য মালামাল চুরি হয়ে গেছে। তিনি বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় মাতাব্বরদের অবহিত করেন। অনেক খোঁজাখুজি করে কোন সন্ধান না পেয়ে তিনি গতকাল (১০মে) মঙ্গলবার সন্ধ্যায় মধুপুর থানায় একটি জিডি এন্ট্রি করা করেন। দোকানে আনুমানিক প্রায় দুই লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে বলে দোকান মালিক জানান। এলাকাবাসীর অভিযোগ,মাঝে মধ্যেই এলাকায় চুরি সংগঠিত হচ্ছে। সেঁচের মটর থেকে শুরু করে টিউবওয়েল, স্যালো ইঞ্জিনের বাম্প,ভ্যান ও অটোবাইকের ব্যাটারী এমনকি মসজিদের মাইকসেট ব্যাটারীও চুরি হচ্ছে। এলাকাবাসীর ধারনা এলাকার মাদকাসক্ত তরুণেরাই এই সকল চুরি সংগঠিত করছে। অতীতে চুরির ঘটনায় বেশ কয়েকজন মাদকাসক্ত তরুণের জড়িত থাকার প্রমানও পাওয়া যায় বলে এলাকাবাসী জানান। বারবার চুরির ঘটনায় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পরেছেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এদেরকে খুব দ্রুত আইনের আওতায় আনতে না পারলে এলাকায় আইন শৃঙ্খলার ব্যাপক অবনতির আশংকা করছেন বিশিষ্টজনেরা।