September 28, 2023, 2:58 pm

সংবাদ শিরোনাম
করতোয়া নদীর বাধের কারণে বন্যায় নষ্টের মুখে হাজার হেক্টর জমির ফসল দিশেহারা কৃষক আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আজ রংপুর মিঠাপুকুরে ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে মালিক ও শ্রমিকদের একাধিক সংগঠনের সকল কর্মসূচি স্থগিত দাফনের দুদিন পর বাবা ও মাকে ফোন করে হাসি বললেন বেঁচে আছি রংপুর বাসি সহ সবার কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক মাটি মামুন রংপুরের কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে মহসিন আলী (৭৩) নামের এক বৃদ্ধের মৃত্যু আষাড় মাসের বৃষ্টি আশ্বিন মাসে অসময়ে বর্ষণে তলিয়ে গেছে রংপুরের নিম্ন অঞ্চল রংপুরে অনুষ্ঠিত হলো ‘বাসায় তৈরি খাদ্য সামগ্রী ও দেশী পণ্য প্রদর্শনী মেলা’ যাত্রীবাহী বাস তল্লাসি করে  বিদেশি মদ উদ্ধার, আটক ১ জন

জয়পুরহাটে আসামিকে না পেয়ে চাচাকে পিটিয়ে হত্যা তদন্তে কমিটি

জয়পুরহাটে আসামিকে না পেয়ে চাচাকে পিটিয়ে হত্যা তদন্তে কমিটি

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

জয়পুরহাটের কালাই উপজেলায় আসামিকে না পেয়ে তার চাচাকে ‘পিটিয়ে হত্যার’ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে পুলিশ। জেলার অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, গতকাল মঙ্গলবার সকালে তার নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির বাকি সদস্যরা হলে সহকারী পুলিশ সুপার (সদরদপ্তর) একরামুল হক ও গোয়েন্দা পুলিশ পরিদর্শক মুনিরুল ইসলাম। কমিটিকে আগামি সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে বেলায়েত জানান। গত সোমবার ভোরে কালাই উপজেলার হারুঞ্জা গ্রামে শাপলা হোসেন (৩২) নামে এক আসামিকে ধরতে না পেরে তার চাচা সাইদুর রহমানকে পুলিশ মারধর করে বলে স্বজন ও এলাকাবাসীর অভিযোগ। এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে গেলে তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত বলেন, সাইদুরের ভাতিজা শাপলার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে। শাপলাকে ধরতে গত সোমবার ভোরের দিকে হারুঞ্জা গ্রামে পুলিশ অভিযান চালায়, সেখানে সাইদুরের মৃত্যু হয় বলে তারা খবর পান। পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়েছে বলে পরিবার ও স্বজনদের অভিযোগের পর কালাই থানার এসআই আসাদুজ্জামান, রফিকুল ইসলাম রফিক, কন্সটেবল রাশেদুল ইসলাম ও সেলিম রেজাকে সমায়িকভাবে বরখাস্ত করা হয়। এদিকে এ ঘটনায় সাইদুরের বাবা কাজেম আলী কালাই গত সোমবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে বেলায়েত জানান।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর