December 11, 2023, 9:37 pm

সংবাদ শিরোনাম
শেরপুরে সাংবাদিকদের সাথে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় জৈন্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর (এলডিডিপি) প্রকল্পের ছাগল উৎপাদন সমিতির নারীদের মধ্যে গৃহ:নিমার্ণ’র চেক হস্থান্তর করা হয়েছে মাদক সম্রাজ্ঞী কারিমা, সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে শান্তিগঞ্জে ব্র্যাক শিক্ষা কর্মসূচি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পটুয়াখালীতে মাছ ধরার ট্রলার বিস্ফোরণে দুই জেলে দগ্ধ, ট্রলার বিধ্বস্ত। জৈন্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর (এলডিডিপি) প্রকল্পের ছাগল উৎপাদন সমিতির নারীদের মধ্যে গৃহ:নিমার্ণ’র চেক হস্থান্তর করা হয়েছে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ৮৯৫ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০ বর্ণাঢ্য আয়োজনে সুনামগঞ্জে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন রংপুর সিটি করপোরেশন এলাকায় ১ লাখ ৩০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে রংপুরে দেউতী বাজারে ভোক্তা অধিকারের অভিজান ও জরিমানা

জয়কে চড় মারতে চাইলেন শাওন!

জয়কে চড় মারতে চাইলেন শাওন!

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, তার সঙ্গে অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। অভিনয়শিল্পীদের নিয়ে প্রতিদিন কতই না নিত্যনতুন গল্প শোনা যায়, শুরু হয় আলোচনার ঝড়। এবার এল জয়কে শাওনের চড় মারতে চাওয়ার বিষয়টি। কী এমন ঘটলো যে ক্ষেপে গেলেন হুমায়ূন স্ত্রী শাওন!

ঘটনাটা খুলে বলি, টিভি অভিনেতা শাহারিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় একটি বেসরকারি টিভি চ্যানেলের একটি অনুষ্ঠানের কথা। ‘সেন্স অব হিউমার’ নামের এই অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে হাজির হন শাওন। আর এই অনুষ্ঠানে উপস্থাপক জয় কথা প্রসঙ্গে একপর্যায়ে শাওনকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন।

অনুষ্ঠান শেষে শাওন বলেন, সেন্স অব ফিউমারের যিনি উপস্থাপক তিনি চেষ্ঠা করেন কড়া কড়া প্রশ্ন করে অতিথিকে বিপদে ফেলতে। বিপদে ফেলেও দেন কিছুটা। যেমন কিছুকিছু প্রশ্নের উত্তর আমরা যেভাবে দিতে চাই সেভাবে অনস্ক্রিনে দেওয়া যায় না। অনেক রূঢ় সত্য সব সময় বলা যায় না। সেই জায়গা থেকে আমার মনে হয় আজকে আমি অনেক সত্য বলেছি। অনেক বেশি বলে ফেলেছি।

তিনি আরও বলেন, উনি( অর্থাৎ জয়) যে আমাকে একটা বাজে প্রস্তাব দিয়েছেন। তার জন্য তাকে লাইভে চড়টা দিতে চাই না। কারণ এটা দেখতে খুব অড লাগবে। তবে সব সময় যে হাত দিয়েই চড় দিতে হয়; এমন কিছুও নয় কিন্তু। মাঝে মাধ্যে কথা দিয়েও চড় দেওয়া যায়। আমি লাইভে কথা দিয়েই চড়টা দিয়ে দিলাম।

শাওন বলেন, এমন প্রস্তাব আমি আর কখনো আপনার কাছ থেকে আশা করছি না। এরপর থেকে আপনি আমাকে আপা কিংবা খালাআম্মা বলে ডাকবেন। শাওন হাত দিয়ে জয়েকে চড় মারেননি। চড় দিয়েছেন কথা দিয়ে। আবার সেটা নিজেই ফেসবুক লাইভে এসে জানিয়ে দিলেন দর্শকদের।

উল্লেখ্য, শাওনের বাজে প্রস্তাব বলার সঙ্গে সঙ্গে জয় আবার তা সংশোধন করে বিয়ের প্রস্তাব বলেও দেনে। মজা করে ভিডিওক্লিপটি আবার প্রকাশ করেছেন জয়। পুরো আয়োজনটি ছিল ফান করার জন্য। শেষপর্যন্ত জয়কে খালাম্মা সম্বোধনেও বাধ্য করেন শাওন।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর