September 28, 2023, 1:53 pm

সংবাদ শিরোনাম
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আজ রংপুর মিঠাপুকুরে ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে মালিক ও শ্রমিকদের একাধিক সংগঠনের সকল কর্মসূচি স্থগিত দাফনের দুদিন পর বাবা ও মাকে ফোন করে হাসি বললেন বেঁচে আছি রংপুর বাসি সহ সবার কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক মাটি মামুন রংপুরের কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে মহসিন আলী (৭৩) নামের এক বৃদ্ধের মৃত্যু আষাড় মাসের বৃষ্টি আশ্বিন মাসে অসময়ে বর্ষণে তলিয়ে গেছে রংপুরের নিম্ন অঞ্চল রংপুরে অনুষ্ঠিত হলো ‘বাসায় তৈরি খাদ্য সামগ্রী ও দেশী পণ্য প্রদর্শনী মেলা’ যাত্রীবাহী বাস তল্লাসি করে  বিদেশি মদ উদ্ধার, আটক ১ জন মৌলভীবাজারে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ২

জেদ করে সারিকার সঙ্গে আসিনি

জেদ করে সারিকার সঙ্গে আসিনি

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা ব্যবসায়ী মাহিম করিমকে বিয়ে করে ২০১৪ সালে। বিয়ের দুই বছরের মাথায় তাদের বিচ্ছেদ হয়। এর পরপরই মাহিম অভিনয় করার ঘোষণা দেন। এরপর কাজও শুরু করেন।

পোস্টারসম্প্রতি ভারতের স্বনামধন্য প্রযোজনা সংস্থা ও মিউজিক লেবেল টি-সিরিজের ব্যানারে মাহিমের হিন্দি গান ‘ইতনা দূর’র মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে। এতে মডেল তিনি। অভিষেক কাজটিতেই বেছে নিলেন বলিউড! কিন্তু কেন? প্রশ্নের জবাবে মাহিম বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর)  বলেন, এটা শুধুমাত্র আমার নিজ ইচ্ছাতে হয়নি। কাজের অফার দেওয়া হয় আমাকে। এরপর চিন্তা করলাম যদি বলিউডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করি তাহলে বিষয়টা অবশ্যই অনেক ভালো হবে। সে থেকেই কাজ করা।

অনেকের ধারণা সারিকার উপর জেদ করে মাহিম ব্যবসায়ী থেকে শিল্পী বনে গেছেন। কিন্তু বিষয়টি একেবারে উড়িয়ে দিলেন তিনি। মাহিম বলেন, সারিকার সঙ্গে জেদ করে আমি অভিনয়ে আসিনি। আমার মধ্যে অভিনয়ের বিষয়টা ছিল বলেই তারা (টি-সিরিজ) কাজ করেছে। আমার বিশ্বাস মিউজিক ভিডিওটা দেখলে হয়তো দর্শক এর প্রমাণ পাবেন।

‘ইতনা দূরে’ কণ্ঠ দিয়েছেন আবরার সিয়াম। মাহিমের সঙ্গে মডেল হয়েছেন পায়েল। গানটি লিখেছেন অনুরুদ্ধ ঘোষ। সঙ্গীতায়োজনে ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত রুম্মান চৌধুরী।

‘ইতনা দূর’ ছাড়াও মাহিমের আরও তিনটি মিউজিক ভিডিও পর্যায়ক্রমে প্রকাশ পাবে। এ ছাড়া খুব শিগগিরই মাহিম চলচ্চিত্রে কাজ শুরু করবেন বলেও জানান।

 

 

 

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর