জাফলংয়ে পাথর তোলতে গিয়ে মাটি চাপায় ৪ শ্রমিকের মৃত্যু
আবু তালহা তুফায়েল, গোয়াইনঘাট থেকে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পাথর কোয়ারি থেকে পাথর তুলতে গিয়ে চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটেছে।জানা যায়, জাফলংয়ের মন্দিরের জুম এলাকায় একটি পাথর কোয়ারির গর্তে শ্রমিকরা কাজ করছিলেন। মঙ্গলবার বিকাল পৌনে ৫টার দিকে গর্তের মাটি ধসে চাপা পড়ে নিহত হন চার শ্রমিক।তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।গোয়াইনঘাট থানার ওসি দেলওয়ার হোসেন সিলেটভিউ২৪ডটকমকে জানান, তিনি দুইজন নিহত হওয়ার খবর পেয়েছেন। বর্তমানে ঘটনাস্থলে যাওয়ার পথে আছেন।