December 11, 2023, 2:42 pm

সংবাদ শিরোনাম
নেত্রকোণার ইদ্রিস আলী হত্যা মামলার অন্যতম প্রধান আসামী কালাম’কে গ্রেফতার করেছে র‍্যাব -১০ মোংলায় ১৪হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল নিহত পুলিশ সদস্যের পরিবারের হাতে পেনশন এর অর্থ তুলে দিলেন গাজীপুর জিএমপি কমিশনার মাহবুব আলম টিভি দেখা কেন্দ্র করে স্ত্রীকে হত্যা, স্বামী আটক কুড়িগ্রামে অভিনব কায়দায় ১০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার এক সারিয়াকান্দিতে অগ্নিদগ্ধ পরিবারের মাঝে চেক প্রদান করলেন-ইউএনও কালকিনিতে নানা বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু সুন্দরগঞ্জে হানাদারমুক্ত দিবস পালন ভোলায় মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত ভারত থেকে আমদানি করা হলো ১৩৪৩ টন পেঁয়াজ

জগন্নাথপুরে মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষে পোনামাছ অবমুক্ত

 

 

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার হাওর বেষ্টিত উপজেলা জগন্নাথপুর। এ উপজেলার খাল-বিল, নদী-নালা, হাওর সহ জলাভূমিতে প্রাকৃতিকভাবে প্রজননকৃত মৎস্য সম্পদ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেই সাথে মৎস্য সম্পদ আরো বৃদ্ধির লক্ষে রুই, কাতলা, মৃগেল, কালী বাউস সহ নানা প্রজাতির পোনামাছ অবমুক্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই অংশ হিসেবে ২০ সেপ্টেম্বর বুধবার জগন্নাথপুর উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সরকারিভাবে উপজেলার নলজুর নদী সহ জলাশয় রকম পুকুরে পৃথক ভাবে ৩১৭ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে। পৃথক স্থানে পোনামাছ অবমুক্তকালে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আ.লীগের উপদেষ্টা ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, সিলেট বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক আনোয়ার হোসেন, সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শামসুল করিম, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সাবেক যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, সুনামগঞ্জ সদর মৎস্য কর্মকর্তা প্রশান্ত দে, হ্যাচারি কর্মকর্তা মনিরুজ্জামান, আ.লীগ নেতা আফু মিয়া, শাহনুর আহমদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, মৎস্যজীবিলীগ নেতা হরিপদ দাস, যুবলীগ নেতা ইব্রাহিম আলী, পৌর যুবলীগ নেতা রাজিব চৌধুরী বাবু প্রমূখ।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর