September 28, 2023, 2:54 pm

সংবাদ শিরোনাম
করতোয়া নদীর বাধের কারণে বন্যায় নষ্টের মুখে হাজার হেক্টর জমির ফসল দিশেহারা কৃষক আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আজ রংপুর মিঠাপুকুরে ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে মালিক ও শ্রমিকদের একাধিক সংগঠনের সকল কর্মসূচি স্থগিত দাফনের দুদিন পর বাবা ও মাকে ফোন করে হাসি বললেন বেঁচে আছি রংপুর বাসি সহ সবার কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক মাটি মামুন রংপুরের কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে মহসিন আলী (৭৩) নামের এক বৃদ্ধের মৃত্যু আষাড় মাসের বৃষ্টি আশ্বিন মাসে অসময়ে বর্ষণে তলিয়ে গেছে রংপুরের নিম্ন অঞ্চল রংপুরে অনুষ্ঠিত হলো ‘বাসায় তৈরি খাদ্য সামগ্রী ও দেশী পণ্য প্রদর্শনী মেলা’ যাত্রীবাহী বাস তল্লাসি করে  বিদেশি মদ উদ্ধার, আটক ১ জন

জগন্নাথপুরে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত ও পুনঃখননের শুভ উদ্বোধন

জগন্নাথপুরে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত ও পুনঃখননের শুভ উদ্বোধন
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামতের আওতায় পিআইসির কাজের উদ্ধোধনের ছবি

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রশাসন কর্তৃক হাওর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের আওতায় পিআইসির কাজের উদ্ধোধন করা হয়েছে।
গতকাল শনিবার দুপুর ১২ ঘটিকায় জগন্নাথপুরÑরানীগঞ্জ রাস্তায় স্টীল ব্রীজের পাশে পোল্ডার-০১ এ কাজের উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ. মান্নান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ড নিবার্হী প্রকৌশলী আবুবক্কর সিদ্দিক ভূঁইয়া,ডিডি এলজি উপসচিব এমরান হোসেন,জগন্নাথপুর সহকারী কমিশনার (ভূমি) অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকি, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম রানা।
এসময় উপস্থিত ছিলেন রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডা. ছদরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মিনার মিয়া,উপজেলা যুবলীগ নেতা আব্দুল বারিক,উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক এম মোতাহীর আলী,রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মুকিত,সদস্য তেরা মিয়া তেরাব, মো.ইছরাক আলী, মো.নাজমুল হোসেন, মো. মিলাদ মিয়া, সদস্যা মোছা. আম্বিয়া বেগম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক তোহা চৌধুরী,সাংবাদিক আব্দুল হাই,অমিত দেব,আলী আহমদ,জুয়েল আহমদ মাহিন সহ অত্র এলাকার সর্বস্থরের জন সাধারন।
প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, জনপ্রতিনিধি ও গ্রামের কৃষক ও প্রশাসনের কর্মকর্তাদের অংশগ্রহণে পিআইসির মাধ্যমে সুনামগঞ্জ জেলার সকল হাওরের পানি উন্নয়ন বোর্ডের কাজ সময় মত সম্পন্ন করা হবে। ইতি মধ্যে পিআইসির জন্য সুনামগঞ্জ জেলায় ১০০ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। আসা করছি আগামী ২৮শে ফেব্রুয়ারীর মধ্যে পিআইসির সকল কাজ সম্পন্ন হবে।

 

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর