জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ৫ বছরের কন্যা শিশুকে ১২ বছরের ছেলে শিশু ধর্ষণ করেছে। এ নিয়ে নানা কৌতুহলের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর এলাকার পশ্চিম ভবানীপুর গ্রামে।
৩০ এপ্রিল শনিবার দিন দুপুরে খেলারছলে দুই শিশুর মধ্যে এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ শিশু কন্যাকে চিকিৎসা দেন ও ছেলে শিশুকে শর্ত সাপেক্ষে জিম্মায় দেন। ১ মে রোববার ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার জানান, এক শিশুকে আরেক শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনায় পীড়িত শিশুকে চিকিৎসা প্রদান হয়েছে। ছেলে শিশুকে শিশু আইনের আলোকে সমাজসেবার মাধ্যমে তার অভিভাবকদের কাছে জিম্মায় দেয়া হয়েছে। তাকে আগামী ৮ মে আদালতে হাজির হতে হবে।