December 11, 2023, 10:11 pm

সংবাদ শিরোনাম
ইসলামপুরে ভারসাম্যহীন যুবকের দায়ের কোপে আরেক ভারসাম্যহীনের মৃত্যু শেরপুরে সাংবাদিকদের সাথে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় জৈন্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর (এলডিডিপি) প্রকল্পের ছাগল উৎপাদন সমিতির নারীদের মধ্যে গৃহ:নিমার্ণ’র চেক হস্থান্তর করা হয়েছে মাদক সম্রাজ্ঞী কারিমা, সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে শান্তিগঞ্জে ব্র্যাক শিক্ষা কর্মসূচি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পটুয়াখালীতে মাছ ধরার ট্রলার বিস্ফোরণে দুই জেলে দগ্ধ, ট্রলার বিধ্বস্ত। জৈন্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর (এলডিডিপি) প্রকল্পের ছাগল উৎপাদন সমিতির নারীদের মধ্যে গৃহ:নিমার্ণ’র চেক হস্থান্তর করা হয়েছে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ৮৯৫ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০ বর্ণাঢ্য আয়োজনে সুনামগঞ্জে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন রংপুর সিটি করপোরেশন এলাকায় ১ লাখ ৩০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

ছাতকে সওজের ভুমিতে সৃষ্ট বনায়নের গাছ কেটে নেয়ায় মামলার প্রস্তুতি

ছাতকে সওজের ভুমিতে সৃষ্ট বনায়নের গাছ কেটে নেয়ায় মামলার প্রস্তুতি
চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ)


ছাতকের মাধবপুর ব্রীজ সংলগ্ন এলাকায় সওজের ভূমিতে গড়ে তোলা সামাজিক বনায়ন পরিদর্শন করে বনায়ন প্রকল্প থেকে গাছ কেটে নেয়ার সত্যতা পান সওজ’র উপসহকারি প্রকৌশলী রমজান আলী। স্থানীয় লোকজনের অভিযোগের প্রেক্ষিতে বুধবার (১সেপ্টেম্বর) সকালে তিনি বনায়ন প্রকল্প পরিদর্শন করেন। এদিকে ৩০ অক্টোবরের মধ্যে সওজ’র ভুমি থেকে অবৈধভাবে গড়ে উঠা ইট-বালুর ব্যবসা অন্যত্র সরিয়ে নিতে সওজ’র পক্ষ থেকে নোটিশ করা হলে তা এখনো সরিয়ে নেয়া হয়নি। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে। ২৪ অক্টোবর সওজ’র উপসহকারী প্রকৌশলী রমজান আলী মাধবপুর গ্রামের মৃত রাশিদ আলীর পুত্র ইট-বালুর ব্যবসায়ী চান্দ আলী ওরফে গেদন মিয়া সওজ’র ভুমি থেকে ইট-বালু সরিয়ে নিতে নোটিশ প্রদান করেন। কিন্তু সওজ’র নোটিশের প্রতি তোয়াক্কা না করে গেদন মিয়া তার ব্যবসা যথা স্থানেই চালিয়ে যাচ্ছেন। এদিকে সওজ’র ভুমিতে অবৈধভাবে ইট-বালু রেেেখ ব্যবসা করার কারনে এলাকার সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও সামাজিক বনায়নের সবুজ পরিবেশ ধ্বংসের পাশাপাশি নদীঘাটে যাতায়াত, গ্রামের গবাদিপশু মাঠে নিয়ে যাওয়া-আসা, শিশু-কিশোরদের খোলাধুলায় ব্যাঘাত সৃষ্টি হলে মঙ্গলবার এলাকাবাসীর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সওজ বরাবরে লিখিত অভিযোগ দেয়া হয়। সাধারণ মানুষের অভিযোগ সওজ’র আশ্রয়-পশ্রয়ে সরকারী ভুমিতে দাপটের সাথে ব্যবসা করে যাচ্ছে গেদন মিয়া। ইট-বালুর ডাম্পিং সাইড তৈরী করতে মাধবপুর ব্রীজ সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের ভুমিতে অংশীদারিত্বের ভিত্তিতে সৃষ্ট সামাজিক বনায়ন প্রকল্পের অর্ধ শতাধিক গাছ কেটে বিক্রি করা হয়েছে। এ ব্যাপারে সওজ ছাতকের উপসহকারী প্রকৌশলী রমজান আলী জানান, সওজ’র ভুমিতে গড়ে উঠা সামাজিক বনায়নের প্রায় ৩০-৪০টি গাছ কেটে নেয়া হয়েছে। গাছের মুল্য নির্ধারনের জন্য বিট ও বন কর্মকর্তাকে লিখিত ভাবে অনরোধ করা হয়েছে। মূল্য নির্ধারনের পর ক্ষতিপুরন মামলা ও সরকারী ভুমিতে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করা ও আদেশ অমান্য করার জন্য জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর