December 10, 2023, 11:48 am

সংবাদ শিরোনাম
রংপুরের পায়রাবন্দে রোকেয়ার জন্ম ও মৃত্যু বার্ষিকী পালিত হলো রংপুরে মডেল মাল্টিপারপাস সমিতির সভাপতির পকেটে হতদরিদ্রদের সঞ্চয়ের টাকা ৮ কোটি, প্রাপ্তির আশায় গুড়ে বালি র‍্যাবের অভিযানে রাজশাহীর গোদাগাড়ী হতে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার গ্রেপ্তার ০১ জন ব্যাটারী চালিত ইজিবাইক মহানগর কমিটি অনুমোদন শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস জালিয়াতির দায়ে ১৯ জনকে গ্রেফতার ঘূর্ণিঝড় মিগজাউমে ১৭ জনের প্রাণহানি এক টুকরো কাপড় ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক প্রশাসনের নাকের ডগায় চলছে কারিমার মাদক সাম্রাজ্য, দেখার মতো কেউ নেই উজিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৩ উখিয়া রোহিঙ্গা শিবিরে দূর্বৃত্তদের গুলিতে যুবক খুন

ছাতকে বাড়ি দখল ও গাছ কর্তন মামলায় আ’লীগ নেতা জেলে

ছাতকে বাড়ি দখল ও গাছ কর্তন মামলায় আ’লীগ নেতা জেলে
চান মিয়া, ছাতক সুনামগঞ্জ

ছাতকে সরকার দলের প্রভাব খাটিয়ে ভূমি ও বসত বাড়ি জবর-দখলসহ বিভিন্ন সন্ত্রাসি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে এক আ’লীগ নেতাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গত ১৫নভেম্বর সুনামগঞ্জ আদালতে একটি মামলায় জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। তার নাম আব্দুল খালিক (৪০)। সে দক্ষিণ খুরমা ইউনিয়ন আ’লীগ (একাংশের) সেক্রেটারি ও খুরমা গ্রামের মৃত সুধন আলীর পুত্র। জানা যায়, আব্দুল খালিক দলের প্রভাব খাটিয়ে একচ্ছত্র আধিপত্য বিস্তারসহ গোটা এলাকায় নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্ঠি করেছে। তার নেতৃত্বে ২০০০সালের ১৭আগষ্ট খুরমা বাজারে তৎকালীন আ’লীগের সরকার দলীয় এমপি মুহিবুর রহমান মানিকের উপর জনসভায় প্রকাশ্য দিবালোকে গুলি বর্ষণ করে। এরপরও সম্প্রতি থানায় তদবিরবাজি, সরকারি-বেসরকারি ভূমি জবর-দখল ও এলাকায় সন্ত্রাসের রামরাজত্ব কায়েমের লক্ষ্যে এমপি মানিকের সমর্থক সেজে তার অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ২০১৬সালের মে’ মাসে সন্ত্রাসি কায়দায় স্থানীয় মহব্বতপুর স্বাস্থ্য কেন্দ্রের পাশে লন্ডন প্রবাসি ইউছুফ আলমের (লালু হাজি) প্রায় ৮একর বাড়ি ও ফসলি জমি দখলের প্রচেষ্ঠা চালায়। এসময় কেয়ারটেকার আফতাব মিয়াসহ বাড়ির লোকজনকে ব্যাপক মারপিট করে বাড়িতে থাকা কয়েক লক্ষাধিক টাকা মূল্যবান গাছ জোরপূর্বক কেটে বিক্রি করে। এঘটনায় সহযোগিসহ তার বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা (নং ২৫, তাং ২৫.০৫.২০১৬ইং) দায়ের করা হয়। সে দলের প্রভাব খাটিয়ে দক্ষিণ খুরমা ইউপির মহব্বতপুর হাসপাতালের দেয়ালের ভেতরেই ডাক্তার সিরাজের সাথে আতাঁত করে জোরপূর্বক ভূমি দখল করে ধান চাষও পুকুরে মাছ চাষ করে আসছে। ফলে জাতুয়া-পালপুর পাকা সড়কের প্রায় ৩ফুট মৎস্য খামারে ভেঙ্গে পড়েছে। এছাড়া খালিকের নেতৃত্বে গত অক্টোবর মাসে খুরমা গ্রামের প্রায় আড়াই শ’পরিবারের কাছ থেকে পল্লী বিদ্যুৎ সংযোগ দেয়ার নামে জনপ্রতি ৪শ’ টাকা করে হাতিয়ে নেয়া হয়। এদিকে এমপি মানিকের উপর গুলি বর্ষণের পর খুরমা বাজার ভেঙ্গে পার্শ্ববর্তি স্থানে মানিকগঞ্জ বাজার সৃষ্ঠি হয়। এ সূযোগে খালিক খুরমা বাজারের পরিত্যাক্ত বিভিন্ন দোকান জবর-দখল করে ভাড়াটিয়ার মাধ্যমে এখানে গড়ে তোলে অসামাজিকতা। খুরমা বাজারে একটি বস্তিসহ তার একাধিক জবর-দখলিয় দোকান ঘরে অন্যায়-অপকর্ম চলছে বলে স্থানীয়রা জানিয়েছেন। সে খুরমা হাইস্কুল ও খুরমা প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি থাকার সুবাদে স্লিপ ফান্ডের টাকা, হাইস্কুলের লাখ টাকার গাছসহ তহবিল এখন লাপাত্তা। দীর্ঘদিন থেকে দু’টি বিদ্যালয়ের আয়-ব্যয়ের কোন হিসাব পাচ্ছেনা এলাকাবাসি। জানা গেছে, খালিকের নেতৃত্বে এলাকায় গড়ে তোলা হয়েছে একটি শক্তিশালী অপরাধিচক্র। এরা প্রত্যহ সাধারণ লোকজনের ভূমি জবর-দখল, মামলা ও তদবিরবাজি, মিথ্যা ও সাজানো মামলা দিয়ে হয়রানিসহ নানা অপকর্মের সাথে জড়িত রয়েছে। অনেক নিরীহ লোকজনকে তিনি মিথ্যা মামলায় জড়িতে হয়রানী করছেন বলে অভিযোগ রয়েছে।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর