December 11, 2023, 9:28 pm

সংবাদ শিরোনাম
শেরপুরে সাংবাদিকদের সাথে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় জৈন্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর (এলডিডিপি) প্রকল্পের ছাগল উৎপাদন সমিতির নারীদের মধ্যে গৃহ:নিমার্ণ’র চেক হস্থান্তর করা হয়েছে মাদক সম্রাজ্ঞী কারিমা, সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে শান্তিগঞ্জে ব্র্যাক শিক্ষা কর্মসূচি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পটুয়াখালীতে মাছ ধরার ট্রলার বিস্ফোরণে দুই জেলে দগ্ধ, ট্রলার বিধ্বস্ত। জৈন্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর (এলডিডিপি) প্রকল্পের ছাগল উৎপাদন সমিতির নারীদের মধ্যে গৃহ:নিমার্ণ’র চেক হস্থান্তর করা হয়েছে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ৮৯৫ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০ বর্ণাঢ্য আয়োজনে সুনামগঞ্জে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন রংপুর সিটি করপোরেশন এলাকায় ১ লাখ ৩০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে রংপুরে দেউতী বাজারে ভোক্তা অধিকারের অভিজান ও জরিমানা

ছাতকের ১২ যুদ্ধাপরাধীর বিরুদ্ধে আদালতে মামলা

ছাতকের ১২ যুদ্ধাপরাধীর বিরুদ্ধে আদালতে মামলা

চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ)

 

ছাতকের ১২জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বুধবার উপজেলার নোয়ারাই ইউপির রাজারগাঁও গ্রামের মৃত উস্তার আলীর পুত্র মো. শহিদুল ইসলাম সরু বাদি হয়ে সুনামগঞ্জ আমলগ্রহণকারি জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। বৃহস্পতিবার আদালত মামলাটির পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রেরণ করেছেন। মামলায় নোয়ারাই ইউপির আছদনগর গ্রামের মৃত মফিজ আলীর পুত্র আজিজুর রহমান (৭৩) ও সাদক আলী (৭০), মৃত ওয়াজিদ আলীর পুত্র রমজান আলী (৬৮), মৃত চান্দ আলীর পুত্র সিরাজ আলী (৬৯), মৃত মন্তাজ আলীর পুত্র এতিম উল্লা (৭০), বেতুরা গ্রামের মৃত ছিদ্দিক আলীর পুত্র খোয়াজ আলী (৭৩), মৃত মুজেফর আলীর পুত্র মুসলিম আলী (৭০), মৃত মাহমদ আলীর পুত্র ইছবর আলী (৬৩), মির্জাপুর গ্রামের মৃত মছদ্দর আলীর পুত্র ইলিয়াছ আলী (৬৮), মৃত রুছমত আলীর পুত্র ছুরত আলী (৬৪), মৃত ইছাক আলীর পুত্র ছুরাব আলী (৭৩), মৃত হুশিয়ার আলীর পুত্র ওয়ারিছ আলী (৬৯) সহ আরো ২৫/৩০জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। বাদি অভিযোগে বলেন, ১৯৭১সালে মুক্তিযুদ্ধের সময়ে আসামিরা সরাসরি মুক্তিযুদ্ধের বিপে অবস্থান করে পাকিস্তানি হানাদার বাহিনীর পে সক্রিয়ভাবে অবস্থান নিয়ে এলাকার বহু নিরীহ লোকজনদের বসত-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, চুরি-ডাকাতি ও অগ্নিসংযোগ করে। পরবর্তীতে মুক্তিযুদ্ধের পাশ্রিত লোকদের পরিবারের সম্ভ্রমহানি, ধর্ষণ, খুনও লাশ গুমসহ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। আসামিরা তৎকালীন শান্তি কমিটির চেয়ারম্যান মৃত মতচ্ছির আলীর (ফকির চেয়ারম্যান) বাড়িতে বৈঠক করে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে বাদির পিতা শহীদ উস্তার আলীসহ ওই সময় তাদের বাড়িতে আশ্রয় নেয়া মো. নুরুল ইসলামের পিতা শহীদ আব্দুছ ছামাদ, আব্দুল মানিকের দাদি হাজি ফুলজান বিবি ও শহীদ সোনা উদ্দিনসহ আরো ৪/৫জনকে হাত, পা ও চোখে কালো কাপড় দিয়ে বেঁেধ আছদনগর (বেতুরা) গ্রামের কাছে সুরমা নদীর তীরে লঞ্চঘাটে একসাথে লাইনে দাঁড় করে ব্রাশফায়ারে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর