কুড়িগ্রাম প্রতিনিধি,
কুড়িগ্রাম সদর উপজেলার হাসপাতাল পাড়া এলাকার একটি বাড়িতে গ্রিল ভেঙে চুরির ঘটনায় দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি তাদের কাছ থেকে ১ লক্ষ ৩৫ হাজার টাকা সহ স্বর্ণালংকার ও অন্যান্য অলংকার এবং মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ মে) রাতে জেলা শহরের কৃষ্ণপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতাকৃত দুই ভাই কুড়িগ্রাম সদর উপজেলার নাজিরা সরকারপাড়া গ্রামের ইসমাইল হোসেনের পুত্র স্বপন ইসলাম(২৫) ও সাদ্দাম হোসেন(২৮)।
পুলিশ জানায়, গত ১০ মে বিকাল আনুমানিক তিনটা থেকে পাঁচটার সময় বাসায় কেউ না থাকার সুযোগে কৃষ্ণপুর হাসপাতাল পাড়া এলাকার মতিউল ইসলামের বাড়িতে তালাবদ্ধ দরজা ভেঙে নগদ অর্থ সহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল চুরি হয়। এরপর সেদিনেই মামলা দায়ের করে ভুক্তভোগী মতিউল ইসলাম। পরদিন (১১ মে) রাতে এক অভিযানে চুরির সাথে জড়িত দুই ব্যক্তিকে সদর উপজেলার কৃষ্ণপুর থেকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে ১ লক্ষ ৩৫ হাজার টাকা সহ স্বর্ণালংকার ও অন্যান্য অলংকার এবং মালামাল উদ্ধার করা হয়।
ওসি খান মো. শাহরিয়ার বলেন, চুরির সাথে জড়িত দুই ব্যক্তি পেশাদার চোর। তার মাদকাসক্ত। গ্রেফতার স্বপনের বিরুদ্ধে চারটি ও সাদ্দাম এর বিরুদ্ধে তিনটি চুরির মামলাও আছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।