September 23, 2023, 11:35 am

সংবাদ শিরোনাম
হিলিতে কমলো পেঁয়াজের ঝাঁজ সান্তাহারে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার গৌরনদীতে দুটি যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত ,আহত ১০ ৯৯৯-এ কল পেয়ে সমুদ্র থেকে ২৯ জেলেকে উদ্ধার করলো কোস্টগার্ড পটুয়াখালীতে ভাতিজার রগ কর্তনের ঘটনায় তিন আসামী গ্রেফতার বিদ্যুৎ বিভাগের অনিয়মের ফাঁদে   ফুলবাড়ীর বিদ্যুৎ  গ্রাহক  রংপুরে গাছের ডাল মাথায় পড়ে মা-মেয়ে নিহত গোপালগঞ্জের মুকসুদপুর আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণে ব্যাপক দূনীর্তির অভিযোগ পাওয়া গেছে মির্জাগঞ্জে কাঁচা রাস্তায় চার গ্রামের মানুষের চরম দুর্ভোগ, পাকা করার দাবী ১৭ দিন পর তিস্তায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

ডিটেকটিভ নিউজ ডেস্ক

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা সদরে টহলরত এক পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করেছে অজ্ঞাতরা। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে শহরের ফার্মপাড়ায় এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি তোজাম্মেল হক জানান। আহত ওহিদুল ইসলাম সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ। রাতে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ওসি তোজাম্মেল বলেন, ওহিদুল রাতে ফার্মপাড়ায় টহল দিচ্ছিল। এ সময় অজ্ঞাতরা তাকে দা দিয়ে ঘাড়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়তা তাকে হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় জড়িত সন্দেহে রাত সাড়ে ১০টার পর মোহাম্মদ মিন্টু (২৫) নামে একজনকে আটক হয়েছে বলে জানান তিনি। এদিকে এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে দু’টি মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার রাতেই চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দু’টি দায়ের করেন শহর ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) নুর হোসেন। এদিকে, দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত চুয়াডাঙ্গা শহর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ওহিদুল ইসলামকে চুয়াডাঙ্গা থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য গতকাল মঙ্গলবার ভোরে অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নেওয়া হয়। একইসঙ্গে হামলার সময় আটক হওয়া মিন্টুকে গ্রেফতার দেখানো হয়েছে এবং তাকেও রাজশাহীতে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থাও আশঙ্কাজনক। মামলায় সরকারি কাজে বাধাদান ও উপপরিদর্শক ওহিদুলকে হত্যা প্রচেষ্টার অভিযোগ আনা হয়েছে। দু’টি মামলায় ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৮/১৯ জনকে আসামি করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, হামলাকারীরা সবাই সরকারি দলের যুব ও ছাত্র সংগঠনের নেতাকর্মী। তাদের গ্রেফতারে গত সোমবার রাত থেকেই জেলাব্যাপী সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। তবে, হামলার সময় মিন্টুকে ছাড়া আর কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল মোমেন জানান, পুলিশের ওপর হামলা ও দারোগা ওহিদুল ইসলামকে হত্যাচেষ্টার সঙ্গে জড়িতরা ইতোমধ্যে চিহ্নিত হয়েছে। তারা চুয়াডাঙ্গা জেলা পুলিশের তালিকাভুক্ত দাগি আসামি। এদের প্রত্যেকের নামে ৫টিরও বেশি করে মামলা রয়েছে। প্রসঙ্গত গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়া এলাকায় পুলিশের একটি টহল দলের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তারা শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ওহিদুলকে কুপিয়ে জখম করে। হামলার পর পরই স্থানীয় জনতা হামলাকারীদের মধ্যে মিন্টু (৩২) নামে এক যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করে।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর