September 28, 2023, 2:51 pm

সংবাদ শিরোনাম
করতোয়া নদীর বাধের কারণে বন্যায় নষ্টের মুখে হাজার হেক্টর জমির ফসল দিশেহারা কৃষক আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আজ রংপুর মিঠাপুকুরে ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে মালিক ও শ্রমিকদের একাধিক সংগঠনের সকল কর্মসূচি স্থগিত দাফনের দুদিন পর বাবা ও মাকে ফোন করে হাসি বললেন বেঁচে আছি রংপুর বাসি সহ সবার কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক মাটি মামুন রংপুরের কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে মহসিন আলী (৭৩) নামের এক বৃদ্ধের মৃত্যু আষাড় মাসের বৃষ্টি আশ্বিন মাসে অসময়ে বর্ষণে তলিয়ে গেছে রংপুরের নিম্ন অঞ্চল রংপুরে অনুষ্ঠিত হলো ‘বাসায় তৈরি খাদ্য সামগ্রী ও দেশী পণ্য প্রদর্শনী মেলা’ যাত্রীবাহী বাস তল্লাসি করে  বিদেশি মদ উদ্ধার, আটক ১ জন

চুপি চুপি প্রেমকাহিনী তুলে ধরলেন সোনম কাপুর

চুপি চুপি প্রেমকাহিনী তুলে ধরলেন সোনম কাপুর

ডিটেটিভ বিনোদন ডেস্ক

ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে চুপি চুপি প্রেমকাহিনী যেন এবার সবার সামনে তুলে ধরলেন বলিউড তারকা সোনম কাপুর। ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে সামাজিক মাধ্যমে তাদের শেয়ার করা ছবি আর ভিডিও যেন একথায় প্রমাণ করে। নতুন বছর উদযাপন করতে সোনম এবার লন্ডনে পাড়ি জমিয়েছেন। আর তার এই উদযাপনকে আরও অনন্দঘন করতে সঙ্গে আছেন প্রেমিক আনন্দ আহুজা, যার সঙ্গে গত বছর থেকেই প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল এই অভিনেত্রীর।

আনন্দ আহুজার ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে দেখা যায় তারা ৩১শে ডিসেম্বর রাতের পার্টিতে তারা একে অপরকে জড়িয়ে ধরে চুম্বন করছেন। এ ছাড়া তাদের শেয়ার করা আরও ছবিতে দেখা যায়, বেশ ঘনিষ্ঠভাবেই মজেছেন পার্টিতে।

সম্প্রতি সোনমের বাবা অভিনেতা অনিল কাপুরকে আনন্দ আহুজার সঙ্গে মেয়ের সম্পর্কের ব্যপারে প্রশ্ন করলে তিনি বলেন, এটা তার (সোনম) একদমই ব্যক্তিগত বিষয়।

আর তার ব্যক্তিগত বিষয়ে কথা বলার এটি সঠিক জায়গা নয়।

এর আগে সোনমকে প্রেমের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এই বিষয়ে জনসম্মুক্ষে কথা বলায় বিশ্বাসী নই। আমি বিষয়টি লুকাচ্ছি না, তবে এই ব্যপারে কথাও বলতে চাচ্ছি না। সোনাম কাপুর ও অক্ষয় কুমার আভিনীত প্যাডম্যান ২৬শে জানুয়ারি মুক্তির অপেক্ষায় রয়েছে।

 

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর