September 28, 2023, 12:48 pm

সংবাদ শিরোনাম
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আজ রংপুর মিঠাপুকুরে ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে মালিক ও শ্রমিকদের একাধিক সংগঠনের সকল কর্মসূচি স্থগিত দাফনের দুদিন পর বাবা ও মাকে ফোন করে হাসি বললেন বেঁচে আছি রংপুর বাসি সহ সবার কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক মাটি মামুন রংপুরের কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে মহসিন আলী (৭৩) নামের এক বৃদ্ধের মৃত্যু আষাড় মাসের বৃষ্টি আশ্বিন মাসে অসময়ে বর্ষণে তলিয়ে গেছে রংপুরের নিম্ন অঞ্চল রংপুরে অনুষ্ঠিত হলো ‘বাসায় তৈরি খাদ্য সামগ্রী ও দেশী পণ্য প্রদর্শনী মেলা’ যাত্রীবাহী বাস তল্লাসি করে  বিদেশি মদ উদ্ধার, আটক ১ জন মৌলভীবাজারে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ২

চালসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন

বিক্ষোভ সমাবেশে সিপিবি ও বাসদ নেতৃবৃন্দ

চালসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন

ডিটেকটিভ নিউজ ডেস্ক

অবিলম্বে চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে আনার দাবি জনিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর নেতৃবৃন্দ। গতকাল রবিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এই দাবি জানান।

সিপিবি ঢাকা কমিটির সভাপতি মোসলেউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন সিপিবি ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল, সম্পাদকমন্ডলীর সদস্য হাসান হাফিজুর রহমান সোহেল, বাসদ ঢাকা মহানগরের সদস্যসচিব জুলফিকার আলী, বাসদ নেতা আহসান হাবিব বুলবুল, ও খালেকুজ্জামান লিপন।

চালসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে আয়োজিত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশের মানুষ যখন বন্যায় আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে, হাওরে ডুবে মানুষ সর্বশান্ত হয়ে আছে তখন চালের উর্ধ্বমূল্য কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। নেতৃবৃন্দ অবিলম্বে সিন্ডিকেট ভেঙ্গে চালসহ দ্রব্যমূল্য কমানোর পাশাপাশি কমদামে রেশনের মাধ্যমে দরিদ্র মানুষের মধ্যে চাল, ডাল ইত্যাদি সরবরাহের দাবি জানান।

চালের দাম বাড়ার জন্য দায়ী খাদ্যমন্ত্রীর দ্রুত অপসারণ দাবি করে বক্তারা বলেন, খাদ্যমন্ত্রী চালের জন্য বিভিন্ন দেশ ঘুরে বেড়ালেও চালের দাম কমছে না। নেতৃবৃন্দ বলেন, চালের দাম বাড়িয়ে মুনাফাখোররা সাধারণ মানুষের পকেট কেটে নিচ্ছে। চালের দাম বাড়ার কারণে আজ এর প্রভাব পড়েছে সব জায়গায়।

সমাবেশ থেকে একই দাবিতে পাড়ায়-মহল্লায় সভা, সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর