December 2, 2023, 8:37 pm

সংবাদ শিরোনাম
রংপুরে চলন্ত বাসের ধাক্কায় নিহত ১, আহত ৫ রংপুর মেডিকেলে ভর্তি সুনামগঞ্জ ৫টি সংসদীয় আসনে আওয়ামীলীগ,জাতীয়পার্টি, স্বতন্ত্রসহ বিভিন্নদলের মোট ২১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল উখিয়ায় রোহিঙ্গা শিবিরে দূর্বৃত্তদের গুলিতে যুবক খুন আছমা খানম গোপালগঞ্জের টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান সিলেট জেলার শাহপরান (রঃ) এলাকায় চাঞ্চল্যকর সাদেক হত্যা মামলার পলাতক আসামী তানিয়া’কে গ্রেপ্তার গাজীপুর-৫ আসনে আখতারউজ্জামানসহ ৪ জনের মনোনয়নপত্র দাখিল গোপালগঞ্জ -১ আসনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী সহ মোট ৫জন মনোনয়নপত্র জমা দিয়েছেন মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী মাহবুব অনুসারী দুই নেতাকে কুপিয়ে জখম গাজীপুরের গাছায় কাভার্ড ভ্যান চাপায় আইনজীবীর সহকারী নিহত সরিষাবাড়ীতে নৌকার প্রার্থীসহ ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

চট্টগ্রামে মোটর সাইকেলের তেলের ট্যাঙ্ক থেকে ৩৫ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩

চট্টগ্রামে মোটর সাইকেলের তেলের ট্যাঙ্ক থেকে ৩৫ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩

ডিটেকটিভ নিউজ ডেস্ক                

  

মোটর সাইকেলে করে কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা এনে চট্টগ্রাম ও ফেনীর বিভিন্ন স্থানে সরবরাহ করে এমন একটি ইয়াবা পাচারকারী চক্রের সন্ধান পেয়েছে চট্টগ্রাম গোয়েন্দা পুলিশ। চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের একটি দল গতকাল মঙ্গলবার রাতে এই চক্রের এক সদস্যকে গ্রেফতারের পর এ তথ্য জানায়। গ্রেফতার একরামুল হুদা (৩১) উখিয়ার পালংখালীর বাসিন্দা। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) এএএম হুমায়ন কবির জানান, আগে থেকে খবর পেয়ে গতকাল মঙ্গলবার রাতে আকবর শাহ থানার পশ্চিম ফিরোজ শাহ এলাকা থেকে একরামুলকে আটক করা হয়। পরে তার মোটর সাইকেল তল্লাশি করে তেলের ট্যাঙ্কের ভেতর বিশেষ কৌশলে রাখা ৩৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। গোয়েন্দা কর্মকর্তা হুমায়ন জানান, একরামুল ইয়াবা পাচারকারী চক্রের সদস্য। এ চক্রে আরও বেশ কয়েকজন সদস্য রয়েছে যারা মোটর সাইকেলে করে চট্টগ্রাম ও ফেনীতে ইয়াবা পাচার করে। তিনি বলেন, একরামুলের ব্যবহার মোটর সাইকেলের তেলের ট্যাঙ্কে বিশেষ কৌশলে আলাদা একটি আবরণ বসানো ছিল। যেখানের ভেতরে করে ইয়াবা পাচার করা হয়। সচরাচর মোটর সাইকেলে পাঁচ থেকে সাত লিটার তেল রাখা গেলেও তার মোটর সাইকেলে দুই লিটারের বেশি তেল নেওয়া যায় না। হুমায়ন আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে একরামুল তাদের চক্রের মৌলভী আক্তার, ফয়সাল ও মো. ওসমান নামে তিন সদস্যের নাম জানিয়েছেন। তারা সবাই উখিয়ার পালংখালীর বাসিন্দা। এছাড়া এ চক্রে আরও বেশকিছু সদস্য আছে এবং ৪০টির মতো এ ধরনের মোটর সাইকেল রয়েছে। যেগুলোতে করে ইয়াবা পাচার করা হয় বলে একরামুল জানিয়েছেন। এদিকে র‌্যাব-৭ এর একটি দল কক্সবাজার থেকে চট্টগ্রামে আসা শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ বাসের দুই সুপার ভাইজারকে গ্রেফতার করেছে। গতকাল বুধবার দুপুরে কর্ণফুলী থানার মইজ্জ্যার টেক এলাকায় বাসে তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলেন- মো. সহিদ মজুদমদার ওরফে শান্ত (৩২) ও আবদুল আওয়াল প্রামাণিক (৩৮)। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মিমতানুর রহমান জানান, আগে থেকে খবর পেয়ে দুপুরে মইজ্জ্যার টেক শাহ আমানত সেতু এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করে। এসময় বাসে তল্লাশি করে সন্দেহজনক আচরণের জন্য শান্ত ও আওয়ালকে তল্লাশি করে দুই হাজার ৬০০ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী বাস থেকে আরও সাত হাজার ৪০০ ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান তিনি।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর