December 4, 2023, 5:57 am

সংবাদ শিরোনাম
পুতিন বাড়ালেন সেনাবাহিনীর সংখ্যা ২ দিনের হামলায় মৃত ১৯৩,গাজায় রংপুরে মনোনয়ন যাচাই বাছাইয়ের প্রথম দিনে ৩ আসনে বৈধ ১৯, বাতিল ৫, স্থগিত ৩ রংপুরে চলন্ত বাসের ধাক্কায় নিহত ১, আহত ৫ রংপুর মেডিকেলে ভর্তি সুনামগঞ্জ ৫টি সংসদীয় আসনে আওয়ামীলীগ,জাতীয়পার্টি, স্বতন্ত্রসহ বিভিন্নদলের মোট ২১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল উখিয়ায় রোহিঙ্গা শিবিরে দূর্বৃত্তদের গুলিতে যুবক খুন আছমা খানম গোপালগঞ্জের টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান সিলেট জেলার শাহপরান (রঃ) এলাকায় চাঞ্চল্যকর সাদেক হত্যা মামলার পলাতক আসামী তানিয়া’কে গ্রেপ্তার গাজীপুর-৫ আসনে আখতারউজ্জামানসহ ৪ জনের মনোনয়নপত্র দাখিল গোপালগঞ্জ -১ আসনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী সহ মোট ৫জন মনোনয়নপত্র জমা দিয়েছেন

চট্টগ্রামে ঘুষের টাকাসহ গ্রেফতার সিটি করপোরেশন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন

চট্টগ্রামে ঘুষের টাকাসহ গ্রেফতার সিটি করপোরেশন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেফতার চট্টগ্রাম সিটি করপোরেশনের সেই কর্মকর্তার বিরুদ্ধে করা মামলার অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সিটি করপোরেশনের রাজস্ব সার্কেল-২ এর ভারপ্রাপ্ত উপ-কর কর্মকর্তা আলী আকবরের বিরুদ্ধে গত বৃহস্পতিবার অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়েছে বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন। তিনি বলেন, তদন্তে ঘুষ গ্রহণের অভিযোগটি প্রতিষ্ঠিত হওয়ায় কমিশন আসামির বিরুদ্ধে দ-বিধির ১৬১ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগপত্র অনুমোদন দিয়েছে। শিগগিরই এই অভিযোপত্র আদালতে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রনব। গত ৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট সিটি করপোরেশ সার্কেল-২ কার্যালয় থেকে ঘুষের ২০ হাজার টাকাসহ আলী আকবরকে গ্রেফতার করে ওই দিনই নগরীর চান্দগাঁও থানায় মামলা করে দুদক। সিটি করপোরেশনের ওই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, চান্দগাঁও থানার রূপালী আবাসিক এলাকার মো. হানিফ নামের এক ব্যক্তি একটি ভবন ক্রয় করেন। আর ভবন দেখাশোনার দায়িত্বে ছিলেন জামাল উদ্দিন নামে এক ব্যক্তি। জামাল উদ্দিন ভবনটির হোল্ডিং নম্বর পরিবর্তনের জন্য আলী আকবরের সঙ্গে যোগাযোগ করলে তিনি ‘৪০ হাজার টাকা ঘুষ দাবি করেন। পরে ২০ হাজার টাকায় রফা হয়। ঘুষের ওই টাকা গ্রহনের সময় তাকে গ্রেফতার করা হয়। সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক এইচ এম আখতারুজ্জামান বাদী হয়ে করা মামলাটি তদন্ত করেছেন দুদকের সহকারী পরিচালক জাফর আহমেদ।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর