September 26, 2023, 12:49 am

সংবাদ শিরোনাম
আষাড় মাসের বৃষ্টি আশ্বিন মাসে অসময়ে বর্ষণে তলিয়ে গেছে রংপুরের নিম্ন অঞ্চল রংপুরে অনুষ্ঠিত হলো ‘বাসায় তৈরি খাদ্য সামগ্রী ও দেশী পণ্য প্রদর্শনী মেলা’ যাত্রীবাহী বাস তল্লাসি করে  বিদেশি মদ উদ্ধার, আটক ১ জন মৌলভীবাজারে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ২ কুড়িগ্রামে দুদিন ধরে বৃষ্টি, জনজীবন বিপর্যস্ত এক যুগ পর চৌদ্দগ্রাম পৌর বিএনপির আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুয়াকাটায় ব্যবসায়ীর হাত-পায়ের রগ কর্তনকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন পার্বতীপুরে ‘হুগলীপাড়া আর্দশ যুব সংঘে’র ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত  পানছড়িতে ভারতীয় পণ্য ও গাঁজাসহ চোরাচালান চক্রের ২ সদস্য আটক

চঞ্চল ভদ্র পাড়ার ছেলে

চঞ্চল ভদ্র পাড়ার ছেলে

ডিটেটিভ বিনোদন ডেস্ক

 

চলতি সময়ের ব্যস্ত অভিনেতাদের মধ্যে চঞ্চল চৌধুরী অন্যতম। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও এই অভিনেতা কাজ করছেন। তবে নতুন বছরের প্রথমদিন গতকাল কোনো শুটিং করেননি তিনি। পরিবার ও বন্ধুদের সঙ্গেই দিনটি কাটিয়েছেন। চঞ্চল চৌধুরী বলেন, নতুন বছরের প্রথমদিন পরিবারের সদস্যদের সময় দিয়েছি। এ ছাড়া দিনের কিছু সময় বন্ধুদের সঙ্গে কাটিয়েছি।

নিজের মতো করে এই দিনটি কাটনোর জন্য কোনো শুটিং রাখিনি। নতুন বছর সবার শুভ হোক প্রত্যাশা করছি। আজ থেকে আবারো এই অভিনেতা শুটিংয়ে নেবেন। এদিকে নতুন বছরের ৪ঠা জানুয়ারি থেকে ‘সকাল আহমেদের ‘ভদ্র পাড়া’ শিরোনামের নতুন একটি ধারাবাহিকের শুটিং শুরু করবেন বলে জানান এই অভিনেতা। নাটকটি প্রসঙ্গে চঞ্চল বলেন, এই ধারাবাহিকের নির্মাতা ও রচয়িতা দু’জনই আমার অনেক পছন্দের মানুষ। পছন্দের টিমের সঙ্গে নতুন বছরের প্রথম নাটকের কাজ হচ্ছে। সেই দিক থেকে এটি আমার জন্য অনেক ভালো লাগার। এই ধারাবাহিকটি সম্পর্কে বিস্তারিত কিছু বলতে চাই না। আজকাল নাটকের গল্প নকল করা হচ্ছে। সেই কারণে না বলার সিদ্ধান্ত নিয়েছি। গেল বছর নাটকের জন্য কেমন ছিল?  এই প্রসঙ্গে জানতে চাইলে চঞ্চল বলেন, বছরটি নাটকের জন্য কিছুটা ভালো ছিল বলতে পারি। কারণ এর আগের বছরগুলোতে আমাদের অধিকাংশ সময় স্ক্রিপ্টহীন নাটকের কাজ করতে হয়েছে। সেই ধারা থেকে আমরা বের হতে পারছি। নাটকের গল্প ও চরিত্র ভালো না হলেও এখন নির্মাতারা স্ক্রিপ্টের প্রতি গুরুত্ব দিচ্ছেন।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর