ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে সাংবাদিক সামসুল ইসলাম সামুর বাড়ীতে সন্ত্রাসী
ফারুকসহ তার ১৪/১৫ জনের একটি সংর্ঘবদ্ধ দলবল নিয়ে দেশীয় অস্ত্র স্বত্রে স্বজিত হয়ে এ
হামলা চালিয়েছে। তাদের হামলায় সাংবাদিকের ছোট ভাই শাহিনের বাড়ী ঘর ভাংচুর ও
লাটপাট করে যাওয়ার সময় তার ইটের প্রাচি ভাংচুর করেছে।
ঘটনাটি পুর্ব সত্রুতার জেরে গত সোমবার রাত সাড়ে ২টার দিকে ফারুক নামের এক
সন্ত্রাসী বাহিনি তার দলবল নিয়ে দেশীয় অস্ত্রও মুখে সাংবাদিক সামসুল ইসলাম সামু ও
তার ছোট ভাই শাহিনের বাড়ীতে ঢুকে ঘরের জিনিসপত্র ভাংচুর ও লুটপাট করে তার বাড়ীর
ইটের প্রাচি ভাংচুর করার সময় স্থানীয় গস্খামবাসী হামলা করওে ঘটনাস্থল থেকে তারা
পালিয়ে যায়।
এ ঘটনায় সাংবাদিক সামসুল ইসলাম সামুর ছোট ভাই শাহিন কাজী বাদী হয়ে
ঘোড়াঘাট থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছে। এতে প্রায় চার লাখ পোচানব্বই
হাজার টাকার মালামাল লুন্ঠন ও ক্ষতি সাধন করেছে।