September 28, 2023, 1:04 pm

সংবাদ শিরোনাম
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আজ রংপুর মিঠাপুকুরে ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে মালিক ও শ্রমিকদের একাধিক সংগঠনের সকল কর্মসূচি স্থগিত দাফনের দুদিন পর বাবা ও মাকে ফোন করে হাসি বললেন বেঁচে আছি রংপুর বাসি সহ সবার কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক মাটি মামুন রংপুরের কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে মহসিন আলী (৭৩) নামের এক বৃদ্ধের মৃত্যু আষাড় মাসের বৃষ্টি আশ্বিন মাসে অসময়ে বর্ষণে তলিয়ে গেছে রংপুরের নিম্ন অঞ্চল রংপুরে অনুষ্ঠিত হলো ‘বাসায় তৈরি খাদ্য সামগ্রী ও দেশী পণ্য প্রদর্শনী মেলা’ যাত্রীবাহী বাস তল্লাসি করে  বিদেশি মদ উদ্ধার, আটক ১ জন মৌলভীবাজারে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ২

গোলাপগঞ্জে মারা যাওয়া পিয়াংকা রানীর পরিবারের দাবী তাকে হত্যা করা হয়েছে

গোলাপগঞ্জে মারা যাওয়া পিয়াংকা রানীর পরিবারের দাবী তাকে হত্যা করা হয়েছে
সিলেট অফিস
গোলাপগঞ্জে রহস্যজনকভাবে মারা যাওয়া বিশ্বনাথের মেয়ে প্রিয়াংকা রাণী দেবের (২৪) পরিবারের দাবী তাদের মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে আত্মহত্যা করেনি। এ ঘটনায় থানা পুলিশ মামলা নিচ্ছে না জানিয়ে  বিশ্বনাথের স্থানীয় সাংবাদিকদের কাছে এমন অভিযোগ তুলে এই ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থাগ্রহণের দাবী জানান প্রিয়াংকার হতভাগ্য পিতা দিলীপ দেব।
প্রিয়াংকার পারিবারিক সূত্র জানায়, ২০১৩ সালের ১২ অক্টোবর গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের অরুণ দেবের ছেলে দুবাই প্রবাসী টিটন কুমার দেবের সাথে বিয়ে হয় বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের জানাইয়া গ্রামের দীলিপ কুমার দেবের একমাত্র মেয়ে প্রিয়াংকার দেবের। বিয়ের আনুমানিক ৬মাস পরেই দুবাই পাড়ি জমান টিটন। অভি দেব নামে তাদের তিনবছর বয়সী একটি ছেলে রয়েছে। টিটন বিদেশ যাবার পর থেকেই শাশুড়ী ও ননদের রোষানলে পড়েন প্রিয়াংকা। তারা প্রায়ই তাকে জ্বালাতন-নির্যাতন করত। এগুলো সবসময়ই প্রিয়াংকা তার বাপের বাড়ীর লোকজনকে অবহিত করত। এসব কারণে, এখানে বেড়াতে এলে স্বামীর বাড়ী ফিরতে চাইতো না সে। সর্বশেষ, গত ২রা জানুয়ারী মঙ্গলবার সকাল ৮টার দিকে টিটনের ভাই উজ্জল কুমার দেব মোবাইল ফোনে প্রিয়াংকার গুরুতর অসুস্থতার খবর দেয়। খবর পেয়ে তার পিতা-মাতা সেখানে গিয়ে দেখতে পান, তাদের মেয়েকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। তাদেরকে ‘মঙ্গলবার ভোরের দিকে প্রিয়াংকা আত্মহত্যা করেছে’ বলে তারা জানায়।
দিলীপ জানান, গত ২২ ডিসেম্বর দুবাই থেকে দেশে আসে তার মেয়ে জামাই টিটন। আসার পর থেকেই তার মেয়ের উপর তার পরিবারের লোকজন নানা অত্যাচার-নির্যাতন করছিল। ঘটনার আগের দিন রাতেও তাকে নির্যাতন করা হয়। তিনি আরও বলেন, আমার মেয়েকে হত্যা করে তারা আত্মহত্যার নাটক সাজিয়ে গামছা পেচানো অবস্থায় ঘরের তীরের সাথে ঝুলিয়ে রাখে। অথচ তার পায়ের নীচে কোনো কিছু ছিল না। উদ্ধার করার সময় তার পা মাটিতে লাগানো ছিল। এ ঘটনায় একটি মহল দ্বারা প্রভাবিত হয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ মামলা নিচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলী বলেন, লাশের পোস্টমর্টেম হয়েছে তবে, এখনও রিপোর্ট পাইনি। যেহেতু প্রিয়াংকার পরিবার অভিযোগ করছে, সেহেতু বিষয়টি খতিয়ে দেখা হবে।
Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর