গোবিন্দগঞ্জে সাহেবগঞ্জ ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচির প্রস্তুতিসভা অনুষ্ঠিত
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির পূর্ব ঘোষিত রংপুর ও রাজশাহী দুই বিভাগের প্রত্যক জেলার শহীদ মিনারে অবস্থান কর্মসূচি উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জের মাদারপুর গির্জার সামনে এক প্রস্তুতিসভার আয়োজন করা হয়। গতকাল শনিবার দুপুর ৩টায় সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কিমিটির সহ সভাপতি ডা. ফিলিমন বাস্কের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সিপিবি গাইবান্ধা জেলা কমিটির সভাপতি মিহির ঘোষ, সাহেবগঞ্জ ভূমি উদ্ধার সংহতি জেলা শাখার আহবায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, জনউদ্যোগ জেলা কমিটির সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, সিপিবি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি তাজুল ইসলাম, অ্যাডভোকেট মুরাদুজ্জামান, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির কোষাধ্যক্ষ আজমল হোসেন ও সদস্য বার্নাবাস টুডু প্রমূখ। সভায় আগামী ১৬ জানুয়ারী দুটি বিভাগে সফলভাবে কর্মসূচি পালনের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এরআগে একটি র্যালী মাদারপুর ও জয়পুরপাড়ার কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে গির্জার সামনে গিয়ে সভায় যোগদেন।