September 27, 2023, 10:18 pm

সংবাদ শিরোনাম
রংপুর মিঠাপুকুরে ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে মালিক ও শ্রমিকদের একাধিক সংগঠনের সকল কর্মসূচি স্থগিত দাফনের দুদিন পর বাবা ও মাকে ফোন করে হাসি বললেন বেঁচে আছি রংপুর বাসি সহ সবার কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক মাটি মামুন রংপুরের কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে মহসিন আলী (৭৩) নামের এক বৃদ্ধের মৃত্যু আষাড় মাসের বৃষ্টি আশ্বিন মাসে অসময়ে বর্ষণে তলিয়ে গেছে রংপুরের নিম্ন অঞ্চল রংপুরে অনুষ্ঠিত হলো ‘বাসায় তৈরি খাদ্য সামগ্রী ও দেশী পণ্য প্রদর্শনী মেলা’ যাত্রীবাহী বাস তল্লাসি করে  বিদেশি মদ উদ্ধার, আটক ১ জন মৌলভীবাজারে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ২ কুড়িগ্রামে দুদিন ধরে বৃষ্টি, জনজীবন বিপর্যস্ত

গোবিন্দগঞ্জে ন্যাশনাল সার্ভিস কর্মসূচীতে জালিয়াতি ও বাণিজ্যের অভিযোগ

গোবিন্দগঞ্জে ন্যাশনাল সার্ভিস কর্মসূচীতে জালিয়াতি ও বাণিজ্যের অভিযোগ
গোবিন্দগঞ্জ সংবাদদাতা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ন্যাশনাল সার্ভিস কর্মসূচীতে ব্যাপক অনিয়ম, জালিয়াতি ও বাণিজ্যের অভিযোগ উঠেছে।
জানা গেছে, যুব ও ক্রীড়া উন্নয়ন মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর আওতায় অস্থায়ী কর্মসংস্থানের জন্য ৬ষ্ঠ পর্বে অন্তর্ভুক্তির বিজ্ঞপ্তি প্রকাশের পর গাইবান্ধার গোবিন্দগঞ্জে বেকার যুবক ও যুবনারীদের আবেদনের হিড়িক পড়েছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত প্রায় ১১শ’ আবেদন পড়েছে বলে অফিস সূত্রে জানা যায়। অভিযোগ রয়েছে যুব উন্নয়ন অফিসের কিছু অসাধু কর্মকর্তা ও সংশ্লিষ্ট এলাকার দালালদের মাধ্যমে আবেদনকারীদের নিকট থেকে ৮ থেকে ১০ হাজার টাকা ঘুষ নেওয়া হচ্ছে। শুধু তাই নয় দলীয় প্রভাবশালীদের মাধ্যমে আবেদনকারীদের সনদ জালেরও অভিযোগ রয়েছে। জাল সনদের জন্য আবেদনকারীদের ঘুষ গুণতে হচ্ছে ৬ থেকে ৭ হাজার টাকা। এরপর চলে ন্যাশনাল আইডি কার্ডের বয়স কমানো ও বাড়ানোর কাজ। ঘুষ বানিজ্য সতর্কে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিংয়ের মাধ্যমে প্রচার- প্রচারণার করা হচ্ছে। কয়েকজন যুবক ও যুবনারীর সাথে কথা বলে জানা যায়, প্রজেক্টটি ২ বছরের হলেও পরবর্তীতে প্রজেক্টটির মেয়াদ বাড়তে পারে এমন আশায় তারা টাকা দিয়ে হলেও অন্তর্ভুক্তি হওয়া জরুরী বলে মনে করেন। সচেতন মহলের দাবী অনিয়ম, জালিয়াতি ও বানিজ্য বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শীলাব্রত কর্মকারের জানতে চাইলে তিনি বলেন, আমরা বিষয়টি জানি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা আমাদের সাথে কাজ করছে। তিনি আরো বলেন জাল সনদ বা ন্যাশনাল আইডি কার্ডের বয়সের কম বেশি থাকলে যাচাই বাছাই র্প্বূক তাদের বিরুদ্ধে মামলা সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।
যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল হাসান জানালেন, আমি এখানে যোগদানের আগে আমার ভাগনীর নিকট থেকেও অফিসের এক কর্মকর্তা ১০ হাজার টাকা নিয়েছিল। পরবর্তীতে আমি টাকা গুলো ফেরত নেই। এরকম অভিযোগ আমাদের কাছেও আছে। অভিযোগ গুলো তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর