September 28, 2023, 2:43 pm

সংবাদ শিরোনাম
করতোয়া নদীর বাধের কারণে বন্যায় নষ্টের মুখে হাজার হেক্টর জমির ফসল দিশেহারা কৃষক আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আজ রংপুর মিঠাপুকুরে ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে মালিক ও শ্রমিকদের একাধিক সংগঠনের সকল কর্মসূচি স্থগিত দাফনের দুদিন পর বাবা ও মাকে ফোন করে হাসি বললেন বেঁচে আছি রংপুর বাসি সহ সবার কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক মাটি মামুন রংপুরের কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে মহসিন আলী (৭৩) নামের এক বৃদ্ধের মৃত্যু আষাড় মাসের বৃষ্টি আশ্বিন মাসে অসময়ে বর্ষণে তলিয়ে গেছে রংপুরের নিম্ন অঞ্চল রংপুরে অনুষ্ঠিত হলো ‘বাসায় তৈরি খাদ্য সামগ্রী ও দেশী পণ্য প্রদর্শনী মেলা’ যাত্রীবাহী বাস তল্লাসি করে  বিদেশি মদ উদ্ধার, আটক ১ জন

গানে সরব বেবী নাজনীন

গানে সরব বেবী নাজনীন

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

আমেরিকা থেকে দীর্ঘদিন পর দেশে এসেছেন জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীন। আর এসেই গানে সরব হয়েছেন। এরইমধ্যে একক অ্যালবামের কাজ শুরু করেছেন তিনি। পাশাপাশি স্টেজ শো নিয়েও ব্যস্ত হয়ে উঠেছেন। তবে সম্প্রতি দীর্ঘ সময় পর একটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন বেবী নাজনীন। ছবির নাম ‘সুপার হিরো’।

এটি পরিচালনা করছেন আশিকুর রহমান। বেবী নাজনীনের সঙ্গে এ দ্বৈতগানে কণ্ঠ দিয়েছেন চলতি প্রজন্মের জনপ্রিয় শিল্পী ইমরান। কবির বকুলের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আলী আকরাম শুভ। এ বিষয়ে বেবী নাজনীন বলেন, দীর্ঘ সময় পর কোনো চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলাম। গানটির কথা ও সুর বেশ মনে ধরেছে আমার। আমার সঙ্গে গেয়েছে ইমরান। আমার মনে হয় গানটি সবার ভালো লাগবে। এদিকে চলতি ব্যস্ততা প্রসঙ্গে বেবী নাজনীন বলেন, দেশে ফিরেই আসলে গানে ব্যস্ত হয়ে পড়েছি। আমার একক অ্যালবামের কাজ চলছে। স্টেজ শো করছি। চলচ্চিত্রে গাইলাম। আরও কয়েকটি চলচ্চিত্রে গাওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে বেশ উপভোগ করছি এই ব্যস্ততাটাকে। আমার বিশ্বাস ভালো কিছু গান শ্রোতাদের সামনে উপহার দিতে পারবো।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর