গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে ছাত্রলীগ ও পুলিশী হামলা এবং হল-ক্যা¤পাস বন্ধের অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল বুধবার স্বাস্থ্যবিধি মেনে গাইবান্ধা জেলা শহরের ১নং রেলগেট এলাকায় এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রগতিশীল ছাত্র জোট গাইবান্ধা জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা সাধারণ স¤পাদক রাহেলা সিদ্দিকা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি ওয়ারেস সরকার, জুয়েল রানা, মাসুদা আক্তার প্রমূখ।