December 10, 2023, 4:23 am

সংবাদ শিরোনাম
রংপুরের পায়রাবন্দে রোকেয়ার জন্ম ও মৃত্যু বার্ষিকী পালিত হলো রংপুরে মডেল মাল্টিপারপাস সমিতির সভাপতির পকেটে হতদরিদ্রদের সঞ্চয়ের টাকা ৮ কোটি, প্রাপ্তির আশায় গুড়ে বালি র‍্যাবের অভিযানে রাজশাহীর গোদাগাড়ী হতে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার গ্রেপ্তার ০১ জন ব্যাটারী চালিত ইজিবাইক মহানগর কমিটি অনুমোদন শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস জালিয়াতির দায়ে ১৯ জনকে গ্রেফতার ঘূর্ণিঝড় মিগজাউমে ১৭ জনের প্রাণহানি এক টুকরো কাপড় ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক প্রশাসনের নাকের ডগায় চলছে কারিমার মাদক সাম্রাজ্য, দেখার মতো কেউ নেই উজিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৩ উখিয়া রোহিঙ্গা শিবিরে দূর্বৃত্তদের গুলিতে যুবক খুন

গণমাধ্যমে কর্মরত নারীরাও নিরাপদ নয়: ইনু

গণমাধ্যমে কর্মরত নারীরাও নিরাপদ নয়: ইনু
ডিটেকটিভ নিউজ ডেস্ক
 
 বর্তমানে গণমাধ্যমে কর্মরত নারীরাও নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গতকাল সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ইউএসএইড ও ডিএফআইডি এনজিও হেলথ সার্ভিস ডেলিভারি প্রজেক্ট (এনএইচএসডিপি) আয়োজিত ‘নারীর প্রতি সহিংসতা রোধে গণমাধ্যম ও আমাদের দায়বদ্ধতা’ শীর্ষক এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। হাসানুল হক ইনু বলেন, বর্তমানে গণমাধ্যমে কর্মরত নারী নিরাপদ নয়। তারাও তাদের অফিসে নারী নির্যাতনের শিকার হচ্ছেন। নারীরা মূলত কর্মক্ষেত্র, গৃহ ও চলার পথে নির্যাতনের শিকার হয়ে থাকেন। নির্যাতনের শিকার হলেও অনেক নারী সম্মানের ভয়ে চুপ থাকেন। কিন্তু এখন আর মুখ বন্ধ রাখলে হবে না। সকল নারীকে মুখ ফুটে বলতে হবে। তিনি আরও বলেন, সকল মিডিয়া হাউজে নারীদের জন্য অভিযোগ বক্স স্থাপনের কথা বলেছি। সেখানে কর্মরত নারীরা অভিযোগ করবেন। আর সেই অভিযোগগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখে ব্যবস্থা নেবেন। কিন্তু আজ পযর্ন্ত কোনও মিডিয়া অফিসে তা স্থাপন করা হয়নি।এটি দুঃখজনক। পাশাপাশি গণমাধ্যমকে নারী নির্যাতন নিয়ে হাত খুলে লিখতে হবে। নারীদের পাশে আরও বেশি বেশি দাঁড়াতে হবে। গণমাধ্যমই পারে নারী নির্যাতন রোধে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে। আয়োজক সংগঠনের পক্ষ থেকে ড. হালিদা আকতার জানান, নারীর প্রতি সহিংসতা সংঘটনের ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। বর্তমানে দেশে ৭২ দশমিক ৬ শতাংশ বিবাহিত নারী আপন ঘরেই স্বামীর দ্বারা জেন্ডারভিত্তিক সহিংসতার শিকার হন। এ ক্ষেত্রে ৪৯ দশমিক ৬ শতাংশ শারীরিক নির্যাতন, ২৭ দশমিক ৩ শতাংশ যৌন নির্যাতন, ২৮ দশমিক ৭ শতাংশ মানসিক নির্যাতন এবং ১১ দশমিক ৪ শতাংশ আর্থিক নির্যাতনের শিকার হন। আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মো. রফিকুজ্জামান প্রমুখ।
Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর