September 27, 2023, 9:20 pm

সংবাদ শিরোনাম
রংপুর মিঠাপুকুরে ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে মালিক ও শ্রমিকদের একাধিক সংগঠনের সকল কর্মসূচি স্থগিত দাফনের দুদিন পর বাবা ও মাকে ফোন করে হাসি বললেন বেঁচে আছি রংপুর বাসি সহ সবার কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক মাটি মামুন রংপুরের কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে মহসিন আলী (৭৩) নামের এক বৃদ্ধের মৃত্যু আষাড় মাসের বৃষ্টি আশ্বিন মাসে অসময়ে বর্ষণে তলিয়ে গেছে রংপুরের নিম্ন অঞ্চল রংপুরে অনুষ্ঠিত হলো ‘বাসায় তৈরি খাদ্য সামগ্রী ও দেশী পণ্য প্রদর্শনী মেলা’ যাত্রীবাহী বাস তল্লাসি করে  বিদেশি মদ উদ্ধার, আটক ১ জন মৌলভীবাজারে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ২ কুড়িগ্রামে দুদিন ধরে বৃষ্টি, জনজীবন বিপর্যস্ত

খালেদার গাড়িবহরে হামলার দায় স্বীকার বিএনপি নেতার

খালেদার গাড়িবহরে হামলার দায় স্বীকার বিএনপি নেতার
ডিটেকটিভ নিউজ ডেস্ক      

রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন শ্রমিক দল নেতা নূর সালাম মিলন। তিনি ফেনী জেলা শ্রমিক দলের সহসভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ফেনী জেলার সভাপতি। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ভিপি জয়নাল আবেদিনের অনুসারী বলে পরিচিত।

বুধবার সন্ধ্যা ৭টায় ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মিলন।

জানা গেছে, খালেদা জিয়ার গাড়িবহরের পাশে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় বুধবার মিলনসহ বিএনপির ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করে ফেনী মডেল থানা পুলিশ।

উল্লেখ্য, খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় ফেনী মডেল থানায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩৫-৪০ জনকে আসামি করে মামলা করেন এসআই নুরুদ্দিন।

এ মামলায় জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন খন্দকার ও জেলা ছাত্রদলের একাংশের ছাত্রদল সভাপতি নাইমউল্লা চৌধুরী পরাগ, ওপর অংশের সভাপতি মেজবাহ উদ্দিনসহ ছাত্রদল-যুবদলের ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে বলে জানান ফেনী মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী।

তিনি বলেন, এ মামলায় ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

গ্রেফতারকৃতদের মধ্যে শ্রমিক দল নেতা মিলন ছাড়াও ফুলগাজী উপজেলা ছাত্রদলের সভাপতি কামাল হোসেন, ছাগলনাইয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাফর আহমদ এবং সোনাগাজী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি দুলালের নাম জানা গেছে।

উল্লেখ্য, শনিবার চট্টগ্রামে যাওয়ার পথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে থাকা সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় ফেনী সদর মডেল থানায় মামলা হয়েছে। ফেনী সদর কোর্ট ইন্সপেক্টর নাজিবুল ইসলামের করা এ মামলায় ২০-২৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর