December 2, 2023, 8:18 pm

সংবাদ শিরোনাম
রংপুরে চলন্ত বাসের ধাক্কায় নিহত ১, আহত ৫ রংপুর মেডিকেলে ভর্তি সুনামগঞ্জ ৫টি সংসদীয় আসনে আওয়ামীলীগ,জাতীয়পার্টি, স্বতন্ত্রসহ বিভিন্নদলের মোট ২১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল উখিয়ায় রোহিঙ্গা শিবিরে দূর্বৃত্তদের গুলিতে যুবক খুন আছমা খানম গোপালগঞ্জের টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান সিলেট জেলার শাহপরান (রঃ) এলাকায় চাঞ্চল্যকর সাদেক হত্যা মামলার পলাতক আসামী তানিয়া’কে গ্রেপ্তার গাজীপুর-৫ আসনে আখতারউজ্জামানসহ ৪ জনের মনোনয়নপত্র দাখিল গোপালগঞ্জ -১ আসনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী সহ মোট ৫জন মনোনয়নপত্র জমা দিয়েছেন মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী মাহবুব অনুসারী দুই নেতাকে কুপিয়ে জখম গাজীপুরের গাছায় কাভার্ড ভ্যান চাপায় আইনজীবীর সহকারী নিহত সরিষাবাড়ীতে নৌকার প্রার্থীসহ ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ক্ষমতা টিকিয়ে রাখতেই প্রধান বিচারপতিকে পদত্যাগে বাধ্য করা হয়েছে: খন্দকার মোশাররফ

ক্ষমতা টিকিয়ে রাখতেই প্রধান বিচারপতিকে পদত্যাগে বাধ্য করা হয়েছে: খন্দকার মোশাররফ

ডিটেকটিভ নিউজ ডেস্ক             

 

 

অবৈধ ক্ষমতা রক্ষা করতেই প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ড. খন্দকার মোশাররফ হোসেন তার বক্তব্যে বলেন, ২০১৪ সালের নির্বাচনে ১৫৪টি আসনে কোনো প্রর্থী ছিলো না। আমাদের সংবিধানে আছে তিনিই সংসদ সদস্য হবেন যিনি সরাসরি জনগনের ভোটে নির্বাচিত। কিন্তু ১৫৪ জন তো জনগণের ভোটে নির্বাচিত নয়। আমরা শুনতে পাচ্ছিলাম প্রধান বিচারপতি ছুটি থেকে এসে ১৫৪ জনের অবৈধভাবে নির্বাচিত হওয়ার বিষয়ে দায়ের করা একটি রিটের শুনানী (হিয়ারিং) করবেন। এটা হলে ১৫৪ জন সংসদ সদস্যের অবৈধ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিলো। এতে সরকারও অবৈধ হয়ে যেত। এজন্যই তাকে জোর করে পদত্যাগ করানো হয়েছে। খন্দকার মোশাররফ বলেন, দেশে এখন আর কোনো গণতন্ত্র নেই। দেশের মানুষের নিরাপত্তা বলে কিছু আর নেই। হত্যা, গুম, খুন, দ্রব্যমূল্যের আকাশ ছোঁয়া দাম—এসব নিয়ে মানুষের জীবন দুর্বিষহ। জনগণ আর আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না, বরং তারা আওয়ামী লীগের কবল থেকে মুক্তি চায়। তারা আওয়ামী লীগের প্রতি ক্ষুব্ধ। আওয়ামী লীগের সময় শেষ। জনগণ প্রস্তুত হয়ে আছে জাতীয়তাবাদী শক্তিকে ক্ষমতায় দেখতে। খালেদা জিয়া বাংলাদেশের সব থেকে জনপ্রিয় নেত্রীÑএমন দাবি করে তিনি বলেন, খালেদা জিয়া যতবার ৫টা আসনে নির্বাচন করেছেন প্রতিবার ৫ টাতেই জিতেছেন কিন্তু শেখ হাসিনা সবগুলো আসনে কখনোই জিততে পারেননি। খালেদা জিয়া যখন চিকিৎসা নিয়ে দেশে ফিরলেন, যখন রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার গেলেন। তখন তার জনপ্রিয়তা কত বেশি তা সবাই দেখেছেন। ৭ নভেম্বর উপলক্ষে আয়োজিত এই আলোচনাসভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। আলোচনাসভায় কৃষকদলের সাধারণ সম্পাদক এবং বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, বিএনপি’র যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয়তাবাদী কৃষকদলের সহ-সভাপতি সৈয়দ মেহেদি আহমেদ রুমি, এম এ তাহের ও ঢাকা মহানগর কৃষকদলের আহ্বায়ক নাসির হায়দার প্রমূখ। মোয়াজ্জেম হোসেন আলাল তার বক্তব্যে বলেন, ৭ নভেম্বরকে ম্লান করার জন্য ইউনেস্কোর উদযাপন শুরু হয়েছে। শেখ মুজিবুর রহমান একজন জাতীয় নেতা, আমরা তো সেটা মানি। আমরা তাকে সম্মান করি কিন্তু উনি যে একজন ব্যর্থ রাষ্ট্র পরিচালক ছিলেন একথা আওয়ামী লীগকে মানতে হবে। তা না হলে শেখ মুজিবুর রহমান সারাজীবন আওয়ামী লীগের সম্পদই থাকবেন, জাতীয় সম্পদ হবেন না। তারা বুঝতে পারছেন না যে, একটা জাঁতি শেখ মুজিবুর রহমানকে জাতীয় মর্যাদা দিতে চায়। তার নিজের মেয়ে শেখ হাসিনাও মনে হয় সেটা চান না। তিনি হয়তো চান না শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা তার জনপ্রিয়তার চেয়ে বেশি হোক।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর