কেরানীগঞ্জে আন্তঃজেলা ডাকাতদলের ৭ সদস্য আটক
ডিটেকটিভ নিউজ ডেস্ক
ঢাকার কেরানীগঞ্জে আন্তঃজেলা ডাকাতদলের সাত সদস্যকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল শনিবার দুপুর ২টার দিকে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ সাইদুর রহমান। আটকরা হলেন- কবির ভূঁইয়া (৩৫), রুবেল (২৮), রাসেল (২৬), নিজাম ওরফে মিজান (৩২), কামাল ওরফে মাইক কামরুল (৪০), দেলোয়ার হোসেন দিলু (২৮) ও সোহরাব (৩০)। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ১২ ডিসেম্বর কেরানীগঞ্জ থানার জয়নগর এলাকায় ফারুক হোসেনের বাড়িতে ডাকাতি করে দেড় লাখ টাকা ও ৮০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে ওই ডাকাতদল। পরে গোয়েন্দা পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন এলাকা থেকে সাত ডাকাত সদস্যকে আটক করে। তিনি আরও জানান, আটক ডাকাত সদস্যরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ ছাড়া লুট হওয়া স্বর্ণালঙ্কারের ক্রেতা মিন্টু ম-লও আদালতে স্বীকার করেছনে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজামান, পরিদর্শক নাজমুল হোসেন, উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান, বিপুল চন্দ্র ও কাজী এনায়েত প্রমুখ।