December 4, 2023, 5:42 am

সংবাদ শিরোনাম
পুতিন বাড়ালেন সেনাবাহিনীর সংখ্যা ২ দিনের হামলায় মৃত ১৯৩,গাজায় রংপুরে মনোনয়ন যাচাই বাছাইয়ের প্রথম দিনে ৩ আসনে বৈধ ১৯, বাতিল ৫, স্থগিত ৩ রংপুরে চলন্ত বাসের ধাক্কায় নিহত ১, আহত ৫ রংপুর মেডিকেলে ভর্তি সুনামগঞ্জ ৫টি সংসদীয় আসনে আওয়ামীলীগ,জাতীয়পার্টি, স্বতন্ত্রসহ বিভিন্নদলের মোট ২১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল উখিয়ায় রোহিঙ্গা শিবিরে দূর্বৃত্তদের গুলিতে যুবক খুন আছমা খানম গোপালগঞ্জের টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান সিলেট জেলার শাহপরান (রঃ) এলাকায় চাঞ্চল্যকর সাদেক হত্যা মামলার পলাতক আসামী তানিয়া’কে গ্রেপ্তার গাজীপুর-৫ আসনে আখতারউজ্জামানসহ ৪ জনের মনোনয়নপত্র দাখিল গোপালগঞ্জ -১ আসনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী সহ মোট ৫জন মনোনয়নপত্র জমা দিয়েছেন

কুড়িগ্রামে ৩য় শ্রেনীর ছাত্রীর লাশ উদ্ধার

কুড়িগ্রামে ৩য় শ্রেনীর ছাত্রীর লাশ উদ্ধার

ডিটেকটিভ নিউজ ডেস্ক                

 

 ১৬নভেম্বর গতকাল বৃহস্পতিবার কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ ৩য় শ্রেনীর এক ছাত্রীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেছে। পুলিশ ও এলাকাবাসীরা জানান, উপজেলা ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাব খাঁ কামারপাড়া গ্রামের দুদু কুমার মালীর কন্যা ও খামার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী সুমি রানী(১০) গত বুধবার বিকালে বাড়ীর পাশে বল খেলতে গিয়ে আর বাড়ী ফিরে আসেনি। তাকে অনেক খোঁজাখুঁজির পর রাতে সন্দেজনকভাবে পাশের ইব্রাহিম নামের এক ব্যক্তির পুকুরে নেমে পানির নীচে লাশ পাওয়া যায়। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ রাত ৩টায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ১৬নভেম্বর গতকাল বৃহস্পতিবার দুপুরে ময়না তদন্তের জন্য লাশ কুড়িগ্রাম মর্গে প্রেরন করা হয়। প্রত্যক্ষদশীরা জানান, লাশের শরীরের ডান চোখের উপরে এবং মুখের ওপরের ওষ্ঠ কেটে গিয়ে রক্তাক্ত হয়েছে। এটি একটি হত্যাকান্ড বলে এলাকাবাসীরা ধারনা করছে। নিহতের মা আতশী রানী সন্তান হারার বিলাপ করে বলেন, গত বুধবার বিকালে মেয়েটা মোর বল খেলতে গেল। আর ফিরে এল না। যেখানে বল খেলতে গেছে সেখানে বার বার দেখতে গেলাম তাকে পেলাম না। অথচ রাতে তাকে পাওয়া গেল পুকুরে। সে পুকুরে পড়ে গেলে জল খেত। কিন্তু ছাওয়ার পেটত কোন জল ঢুকে নাই। এ ঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। এ ব্যাপারে রাজারহাট থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ মোখলেসুর রহমান জানান, প্রাথমিকভাবে ইউডি মামলা নেয়া হয়েছে। ময়না তদন্ত বা ভিসেরা রিপোর্টের ভির্ত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর