December 2, 2023, 10:09 pm

সংবাদ শিরোনাম
রংপুরে চলন্ত বাসের ধাক্কায় নিহত ১, আহত ৫ রংপুর মেডিকেলে ভর্তি সুনামগঞ্জ ৫টি সংসদীয় আসনে আওয়ামীলীগ,জাতীয়পার্টি, স্বতন্ত্রসহ বিভিন্নদলের মোট ২১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল উখিয়ায় রোহিঙ্গা শিবিরে দূর্বৃত্তদের গুলিতে যুবক খুন আছমা খানম গোপালগঞ্জের টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান সিলেট জেলার শাহপরান (রঃ) এলাকায় চাঞ্চল্যকর সাদেক হত্যা মামলার পলাতক আসামী তানিয়া’কে গ্রেপ্তার গাজীপুর-৫ আসনে আখতারউজ্জামানসহ ৪ জনের মনোনয়নপত্র দাখিল গোপালগঞ্জ -১ আসনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী সহ মোট ৫জন মনোনয়নপত্র জমা দিয়েছেন মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী মাহবুব অনুসারী দুই নেতাকে কুপিয়ে জখম গাজীপুরের গাছায় কাভার্ড ভ্যান চাপায় আইনজীবীর সহকারী নিহত সরিষাবাড়ীতে নৌকার প্রার্থীসহ ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

কুলাউড়ায় মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

কুলাউড়ায় মেধাবৃত্তির পুরস্কার বিতরণ
মশাহিদ আহমদ, মৌলভীবাজার

কুলাউড়ার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শাহ্জালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ মেধাবৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গত ১৭ নভেম্বর শুক্রবার সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেয়া হয়। অনুষ্ঠানে শাহ্জালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমানের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম জহিরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ছাত্র/ছাত্রীদের মেধার বিকাশ ঘটানোর জন্য মেধাবৃত্তির আয়োজন অত্যন্ত ভালো উদ্যোগ। ভালো প্রতিযোতিার কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। এ কাজে আপনারা হতাশ হওয়ার কোন কারন নাই। পাঠ্যপুস্তকের পাশাপাশি বেশি পরিমাণে ুশিক্ষামূলক বই পড়তে হবে। আমাদের সামনের দিকে এগিয়ে যেতে কঠোর পরিশ্রম করতে হবে। যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে। তখন একটি সমাজ, একটি দেশ সুন্দরভাবে পরিচালিত হবে। শাহ্জালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়। এজন্য স্কুলের অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষানুরাগী এ কে এম সফি আহমদ সলমানের ভূয়সী প্রশংসা করেন। দল, মত নির্বিশেষে সবাইকে এরকম শিক্ষামূলক কাজে এগিয়ে আসার আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ পুলিশের সাবেক এআইজি বজলুল করিম বিপিএম, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য মোঃ আব্দুল মানিক, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনসুর আহমদ চৌধুরী, কুলাউড়া পৌরসভার কাউন্সিলর ইকবাল আহমদ শামীম, লংলা আধুনিক ডিগ্রি কলেজের অধ্যাপক মোঃ হেলাল খান, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন, মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ছয়ফুর রহমান ছয়ফুল, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মান্না, বাংলাদেশ মানবাধিকার কমিশন কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আহবাব হোসেন রাসেল, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন স্কুলের সহকারী শিক্ষক ইমরানুল ইসলাম রানা। গীতা পাঠ করেন স্কুলের সহকারী শিক্ষিকা ঝুমা রাণী নাথ। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের সহকারী শিক্ষক অমিত মলি¬ক ও সহকারী শিক্ষিকা গুলশান আরা বেগম, স্কুলের প্রাক্তণ ছাত্রী নিশাত সালসাবিল রব রাইসা, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আফরুজা বিনতে হুমায়ুন, স্কুলের ছাত্র কিবরিয়া আলম তানভীর। এসময় উপস্থিত ছিলেন ছকাপন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ বশর মিয়া, সাউথইস্ট ব্যাংক কুলাউড়া শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুর রব, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, সাপ্তাহিক কুলাউড়ার ডাকের বার্তা সম্পাদক ও নিউনেশন প্রতিনিধি এম মছব্বির আলী, সাপ্তাহিক মানবঠিকানার বার্তা সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, দৈনিক যুগান্তর কুলাউড়া প্রতিনিধি মোঃ আজিজুল ইসলাম, সাপ্তাহিক সীমান্তের ডাকের সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ মোক্তাদির হোসেন, সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ তারেক হাসান, বিশেষ প্রতিনিধি রবি মলি¬ক, স্টাফ রিপোর্টার মোঃ রাসেল আহমদ, দৈনিক ভোরেরপাতা কুলাউড়া প্রতিনিধি আব্দুল আহাদ, পৃথিমপাশা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাহাদুজ্জামান রাজু, স্বেচ্ছাসেবকলীগ নেতা আবুল মনসুর রাজন, ইকবাল হোসেন রিজন, সাইদুজ্জামান অপু, আবুল কাশেম মোহন, পৌর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি এপি তালুকদার রনি, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান লিজুসহ বৃত্তিপ্রাপ্ত ছাত্র/ছাত্রী, অভিভাবকবৃন্দ ও স্কুলের সকল শিক্ষক/শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। উলে¬খ্য, উপজেলার ৮৪টি স্কুল ও প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণী থেকে ৯ম শ্রেণীর প্রায় ৪ হাজার ছাত্রছাত্রী ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করেছিলো। তার মধ্যে শুক্রবার বৃত্তিপ্রাপ্ত ১১৫৩ জন ছাত্রছাত্রীদের ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর