December 4, 2023, 6:00 am

সংবাদ শিরোনাম
পুতিন বাড়ালেন সেনাবাহিনীর সংখ্যা ২ দিনের হামলায় মৃত ১৯৩,গাজায় রংপুরে মনোনয়ন যাচাই বাছাইয়ের প্রথম দিনে ৩ আসনে বৈধ ১৯, বাতিল ৫, স্থগিত ৩ রংপুরে চলন্ত বাসের ধাক্কায় নিহত ১, আহত ৫ রংপুর মেডিকেলে ভর্তি সুনামগঞ্জ ৫টি সংসদীয় আসনে আওয়ামীলীগ,জাতীয়পার্টি, স্বতন্ত্রসহ বিভিন্নদলের মোট ২১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল উখিয়ায় রোহিঙ্গা শিবিরে দূর্বৃত্তদের গুলিতে যুবক খুন আছমা খানম গোপালগঞ্জের টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান সিলেট জেলার শাহপরান (রঃ) এলাকায় চাঞ্চল্যকর সাদেক হত্যা মামলার পলাতক আসামী তানিয়া’কে গ্রেপ্তার গাজীপুর-৫ আসনে আখতারউজ্জামানসহ ৪ জনের মনোনয়নপত্র দাখিল গোপালগঞ্জ -১ আসনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী সহ মোট ৫জন মনোনয়নপত্র জমা দিয়েছেন

কুমিল্লায় অপহরণের ৪ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

কুমিল্লায় অপহরণের ৪ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

ডিটেকটিভ নিউজ ডেস্ক

কুমিল্লার হোমনায় নিখোঁজের চার দিন পর জাহিদ হাসান নামে (১৪) নবম শ্রেণির এক মেধাবি স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাত নয়টা দশ মিনিটের সময় তারই বিদ্যাপিঠ দুলালপুর চন্দ্রমনি বহুমূখী উচ্চবিদ্যালয়ের সেপটিক টেঙ্কি থেকে লাশটি উদ্ধার করা হয়। এদিকে জাহিদের লাশ উদ্ধারের খবরে সহপাঠীরা গতকাল বৃহস্পতিবার সকালে তার বাড়ি ছুটে যায়। আগামি শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে ওই হত্যাকান্ডের প্রতিবাদে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা মানববন্ধন ও শোকসভা করবে বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাক-ে জড়িত গ্রেপতার তিন জনকে কোর্টের মাধ্যমে জল-হাজতে পাঠানো হয়েছে। জিহাদ হাসান উপজেলার দুলালপুর চন্দমনি বহুমূখি উচ্চবিদ্যালয়ের ছাত্র এবং ঘাগুটিয়া ইউনিয়নের সাফলেজি গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী মো. আক্তারুজ্জামানের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, জাহিদ হাসান গত ৪ নভেম্বর (শনিবার) বিকেলে বাড়ি থেকে বের হয়ে তার মায়ের জন্য ওষুধ কিনতে দুলালপুর বাজারে গিয়ে আর ফেরে নি। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুজি করে পরের দিন রবিবার হোমনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন বাবা মো. আক্তারুজ্জামান। কললিস্ট ও ম্যাসেজের সূত্র ধরে গত বুধবার দুপুরে এলাকা থেকেই তিন ঘাতককে গ্রেপতার করতে সক্ষম হয় পুলিশ। ঘাতকরা হলো উপজেলার ভিটি কালমিনা গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে স্থানীয় মাদ্রসার দাখেল পরীক্ষার্থী মো. জিহাদ হোসেন (১৯), একই গ্রামের মো. হাফেজ মিয়ার ছেলে ও দুলালপুর চন্দ্রমনি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মো. এমদাদ হোসেন (১৭) ও মুরাদনগর উপজেলার মটকিরচর ও বর্তমান হোমনা উপজেলার দৌলতপুর গ্রামের বাঘা বাড়ির ভাড়াটিয়া মো. শাহজালাল মিয়ার ছেলে একই বিদ্যালয়েল দশম শ্রেণির ছাত্র খাইরুল ইসলাম (১৭)। গ্রেফতার হওয়াদের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ৪ তারিখ (শনিবার) মায়ের জন্য দুলালপুর বাজার থেকে ওষুধ কিনে সন্ধ্যা সাড়ে ছয়টার সময় বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয় জাহিদ। বাড়ির পথ দুলালপুর উত্তর বাজার রাস্তায় আগে থেকে ওঁৎ পেতে থাকে তারই তিন সিনিয়র ও পরিচিত ঘাতক। জরুরী কথা আছে বলে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে সু-কৌশলে জাহিদ হাসানকে দুলালপুর সিএজি স্ট্যান্ডের উত্তর পাশের নার্সারির পেছনে জনৈক শাহজালাল মিয়ার মালিকানাধীন বিল্ডিংয়ের দেয়। পরে তার বুকের ওপর উঠে ও মুখ চেপে ধরে তিনজনে মিলে গলটিপে শ^াসরোধ করে হত্যা করে। হত্যর পর পরই লাশ গুম করার উদ্দেশ্যে তার পরিধেয় কাপড়-চোপর খুলে একটি ব্যাগে ভরে সাইকেলযোগে প্রথমে তিতাস নদীতে ফেলে দেওয়ার জন্য যায়, সেখানে লোকজন থাকায় ফিরে আসে। পরে রাতেই ওই বিদ্যালয়ের উত্তর পূর্ব কোণের টয়লেটের সেফটিক টেঙ্কির ঢাকনা খুলে এর ভেতর ফেলে দিয়ে তার পরিধেয় জামা কাপড়, লাশ বহনকারী ব্যাগ ও মুক্তিপণ চাওয়ায় ব্যবহৃত মোবাইলটি আগুনে পুড়ে ছাই করে ফেলে। সে ছাই-ভস্ম ঘাগুটিয়া সংলগ্ন তিতাস নদীর মাঝে ফেলে দেয়। পরে জাহিদের চাচা মাসুদ রানা কলির মোবাইলে পঁঞ্চাশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ঘাতক তিন জনই ওই বাসাটিতে হারবাল ওষুধ বিক্রির অফিস হিসেবে ব্যবহার করতো। কারণ হিসেবে জানায়, ঘাতকরা পাঁচ হাজার টাকা সুদে এনে ঘুরতে গিয়ে ঋণী হয়ে পড়ে। ওই টাকা পরিশোধের জন্যই অপহরণ করে মুক্তিপণ আদায়ের কৌশল নেয়। হোমনা সার্কেল সহকারি পুলিশ সুপার সাইফুর রহমান আজাদ ও ওসি রসুল আহমেদ নিজামী জানান, ঘাতকরা সবাই ছাত্র। ঘাতকদের মোবাইলে মুক্তিপণ চাওয়ার কল ও ম্যাসেজ লিস্ট ট্র্যাক করে গত বুধবার দুপুরে হত্যাকা-ে জড়িত তিনজনকেই গ্রেফতার করতে সক্ষম হই। তাদের দেওয়া তত্য অনুযায়ী স্কুলের সেফটিক ট্যাঙ্কি থেকে স্কুলছাত্র জাহিদের লাশ উদ্ধার করি। লাশ ময়নাতদন্তের জন্য কুমেক মর্গে পঠিয়ে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে হোমনা থানায় মামলা হয়েছে। তাদের কোর্টের মাধ্যমে জেল-হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর