September 28, 2023, 3:00 pm

সংবাদ শিরোনাম
করতোয়া নদীর বাধের কারণে বন্যায় নষ্টের মুখে হাজার হেক্টর জমির ফসল দিশেহারা কৃষক আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আজ রংপুর মিঠাপুকুরে ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে মালিক ও শ্রমিকদের একাধিক সংগঠনের সকল কর্মসূচি স্থগিত দাফনের দুদিন পর বাবা ও মাকে ফোন করে হাসি বললেন বেঁচে আছি রংপুর বাসি সহ সবার কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক মাটি মামুন রংপুরের কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে মহসিন আলী (৭৩) নামের এক বৃদ্ধের মৃত্যু আষাড় মাসের বৃষ্টি আশ্বিন মাসে অসময়ে বর্ষণে তলিয়ে গেছে রংপুরের নিম্ন অঞ্চল রংপুরে অনুষ্ঠিত হলো ‘বাসায় তৈরি খাদ্য সামগ্রী ও দেশী পণ্য প্রদর্শনী মেলা’ যাত্রীবাহী বাস তল্লাসি করে  বিদেশি মদ উদ্ধার, আটক ১ জন

কাশ্মীরে বন্দুক যুদ্ধে ২ সেনা সদস্য ও ১ জঙ্গি নিহত

কাশ্মীরে বন্দুক যুদ্ধে ২ সেনা সদস্য ও ১ জঙ্গি নিহত

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

ভারত নিয়ন্ত্রিত গোলযোগপূর্ণ কাশ্মীরে রাতভর বন্দুকযুদ্ধে দুই সেনা সদস্য ও এক জঙ্গি নিহত হয়েছে। পুলিশ গতকাল শুক্রবার সিনহুয়াকে একথা জানিয়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের গ্রীস্মকালীন রাজধানী শ্রীনগর সিটির ২৮ কিলোমিটার দক্ষিণে পুলওয়ামা জেলার শ্যামবুরা গ্রাম ঘিওে ফেলে গত বৃহস্পতিবার সন্ধ্যার পর পুলিশ ও সেনা বাহিনী অভিযান চালালে বন্দুকযুদ্ধের সূত্রপাত হয়।

ওই অঞ্চলের পুলিশ প্রধান শেশ পল ভেইড গণমাধ্যমকে জানান, ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেনা বাহিনী ও পুলিশ সদস্যরা শ্যামবুরা গ্রামটি ঘিরে ফেলে অভিযান শুরু করলে বন্দুকযুদ্ধ ছড়িয়ে পড়ে’। বন্দুকযুদ্ধে আমরা আমাদের দুই সৈণ্যকে হারিয়েছি এবং এ সময় এক জঙ্গিও নিহত হয়’। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ওই এলাকায় অবস্থানরত আরো দুই জঙ্গি নিরাপত্তা বেষ্টনি ভেঙ্গে পালিয়ে যেতে সক্ষম হয়। পত্র-পত্রিকার রিপোর্টে বলা হয়েছে, বন্দুকযুদ্ধে আধা সামরিক বাহিনীর দুই সৈন্য ও এ সময় আহত হয়। তাৎক্ষণিকভাবে নিহত জঙ্গির পরিচয় জানা না গেলেও ধারনা করা হচ্ছে সে বিদেশি নাগরিক।

 

 

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর