December 2, 2023, 9:33 pm

সংবাদ শিরোনাম
রংপুরে চলন্ত বাসের ধাক্কায় নিহত ১, আহত ৫ রংপুর মেডিকেলে ভর্তি সুনামগঞ্জ ৫টি সংসদীয় আসনে আওয়ামীলীগ,জাতীয়পার্টি, স্বতন্ত্রসহ বিভিন্নদলের মোট ২১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল উখিয়ায় রোহিঙ্গা শিবিরে দূর্বৃত্তদের গুলিতে যুবক খুন আছমা খানম গোপালগঞ্জের টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান সিলেট জেলার শাহপরান (রঃ) এলাকায় চাঞ্চল্যকর সাদেক হত্যা মামলার পলাতক আসামী তানিয়া’কে গ্রেপ্তার গাজীপুর-৫ আসনে আখতারউজ্জামানসহ ৪ জনের মনোনয়নপত্র দাখিল গোপালগঞ্জ -১ আসনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী সহ মোট ৫জন মনোনয়নপত্র জমা দিয়েছেন মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী মাহবুব অনুসারী দুই নেতাকে কুপিয়ে জখম গাজীপুরের গাছায় কাভার্ড ভ্যান চাপায় আইনজীবীর সহকারী নিহত সরিষাবাড়ীতে নৌকার প্রার্থীসহ ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

কক্সবাজারে গ্রেফতার ৭ ডিবি সদস্য কারাগারে

কক্সবাজারে গ্রেফতার ৭ ডিবি সদস্য কারাগারে

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

 কক্সবাজারে ব্যবসায়ীকে অপহরণ করে ১৭ লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগে গ্রেফতার হওয়া গোয়েন্দা ইউনিটের সাত সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার কক্সবাজারের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোশাররফ হোসেন এই আদেশ দিয়েছেন। গ্রেফতার হওয়া সাতজনের জামিনের আবেদন জানানো হয়েছিল। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কক্সবাজার জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো.আফরুজুল হক টুটুল। গ্রেফতার সাতজনের বিরুদ্ধে কক্সবাজারের টেকনাফ থানায় অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে মামলাটি দায়ের করেছেন মুক্তিপণ দিয়ে ছাড়া পাওয়া ব্যবসায়ী গফুর আলম। গত বুধবার ভোরে টেকনাফ উপজেলার মেরিন ড্রাইভ সড়কের শাপলাপুর এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে মুক্তিপণের ১৭ লাখ টাকাসহ ছয়জনকে আটক করে সেনাবাহিনী। রোহিঙ্গা ইস্যুতে মেরিন ড্রাইভ সড়কের বিভিন্ন এলাকায় স্থাপিত সেনাচৌকিতে তল্লাশির মুখে পড়েছিল মাইক্রোবাসটি। আটক ছয়জন হলেন কক্সবাজারের জেলা পুলিশের গোয়েন্দা ইউনিটের এসআই আবুল কালাম আজাদ, গোলাম মোস্তফা, এএসআই ফিরোজ আহমদ, নুরুজামান, আলাউদ্দিন এবং সিপাহী মোস্তফা আলম। সেনাবাহিনীর তল্লাশির সময় পালিয়ে যাওয়া এসআই মনিরুজ্জামানকে পরে পুলিশ আটক করে। আটকের পর তাদের সাময়িক বরখাস্তের আদেশ দেন পুলিশ সুপার ড. এ কে এম ইকবাল হোসেন। গফুর আলম নামে এক ব্যবসায়ীকে মঙ্গলবার দুপুরে কক্সবাজার শহর থেকে আটকের পর রাতভর টেকনাফে নিজেদের হেফাজতে রেখে ১৭ লাখ টাকা মুক্তিপণ আদায় করে ছেড়ে দেওয়া হয়। সেই টাকা নিয়ে ফেরার পথে সেনাচৌকিতে তল্লাশির মুখে পড়েন পুলিশ সদস্যরা।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর